X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

‘রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ’

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষার মুখে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে তাদের ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে আর্সেনাল। বুধবার দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। রিয়াল মাদ্রিদ লিজেন্ড মার্সেলো অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তার বিশ্বাস রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের এখনও বাতিলের খাতায় ফেলা যাবে না।

প্রথম লেগে আর্সেনালের দর্শনীয় দুটি ফ্রি কিকেই কপাল পুড়েছে মাদ্রিদের। কার্লো আনচেলত্তির দলকে এখন কঠিন পথ পাড়ি দিতে হবে। এই ক্লাবটির হয়ে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা মার্সেলো বলেছেন, এই ক্লাবটির জন্য অন্তত কোনও লক্ষ্যই বড় কিছু নয়। 

মার্সেলোর এমন বিশ্বাসের কারণ, চ্যাম্পিয়ন্স লিগে অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের জন্ম দেওয়ার ইতিহাস আছে রিয়াল মাদ্রিদের। মেক্সিকোতে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্র্রিদকে কেউ বাতিলের খাতায় ফেলতে পারবে না। অবশ্য তিন গোলের অগ্রগামিতা মানে বিশাল কিছু। কিন্তু আমি সব সময়ই রিয়ালকে নিয়ে ভাবি। তাদের ওপর অনেক আস্থা আছে যে, তারা ঘুরে দাঁড়াতে পারবে। এটা মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ। তারা সব সময়ই ঘুরে দাঁড়ায়।’  

মার্সেলো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ২০২২ সালে। এই সপ্তাহে তিনি মেক্সিকোতে সাবেক মাদ্রিদ ও বার্সেলোনা খেলোয়াড়দের নিয়ে ক্লাব লিজেন্ডস ক্লাসিকোতে খেলবেন। তার মতে দ্বিতীয় লেগটা বার্নাব্যুতে বলেই প্রত্যাবর্তন সম্ভব, ‘ফিরতি লেগটা বার্নাব্যুতে। সমর্থকরা অকুণ্ঠ সমর্থন জোগাবে এবং খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী যে এটা এখানেই সম্ভব। অবশ্য আমরা জানি না কী ঘটবে। কিন্তু আমাদের বিশ্বাস আছে রিয়াল মাদ্রিদ অবশ্যই ফিরবে।’

 

/এফআইআর/ 
সম্পর্কিত
আর্সেনালের বিপক্ষে বার্নাব্যু ম্যাজিকের আশায় রিয়াল
লাল কার্ডের ঘটনায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় এমবাপ্পে
লাল কার্ডের ঘটনায় ক্ষমা চেয়েছেন এমবাপ্পে
সর্বশেষ খবর
ঐতিহাসিক ১৭ এপ্রিল দিবস উপলক্ষে প্রস্তুত মুজিবনগর
ঐতিহাসিক ১৭ এপ্রিল দিবস উপলক্ষে প্রস্তুত মুজিবনগর
স্টার্কের দারুণ বোলিংয়ে সুপার ওভারে রাজস্থানকে হারালো দিল্লি
স্টার্কের দারুণ বোলিংয়ে সুপার ওভারে রাজস্থানকে হারালো দিল্লি
বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেফতার
বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেফতার
দুই দেশের অগ্রাধিকারের মাঝে মিল খুঁজে বের করবে ঢাকা-ওয়াশিংটন
দুই দেশের অগ্রাধিকারের মাঝে মিল খুঁজে বের করবে ঢাকা-ওয়াশিংটন
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক