লা লিগায় শিরোপা জয়ের পথে বার্সেলোনার সঙ্গে দূরত্ব কমাতে এই ম্যাচের গুরুত্ব ছিল। আলাভেসকে ১-০ গোলে হারিয়ে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট পেলেও রিয়াল মাদ্রিদ শিবিরে ধাক্কা হয়ে আসে কিলিয়ান এমবাপ্পের লাল কার্ড।
রিয়ালে যোগ দেওয়ার পর এবারই প্রথম লাল কার্ড দেখেছেন এমবাপ্পে। তাও আবার সেটা বেপরোয়া ট্যাকলের অপরাধে। ৩৪ মিনিটে কামাভিঙ্গার গোলে অগ্রগামিতা পায় রিয়াল। এর আগে রাউল আসেনসিওর গোল ফাউলের কারণে বাতিল হয়েছে। প্রথম গোলের চার মিনিট পরই সরাসরি লাল কার্ড দেখেন এমবাপ্পে। মিডফিল্ডার আন্তোানিও ব্লাঙ্কোর ওপর বেপরোয়া ট্যাকল করেন তিনি।
এর আগে পিএসজির হয়ে তিনবার লাল কার্ড দেখার নজির আছে এমবাপ্পের। একবার লিগ ওয়ানে, বাকি দুইবার কাপ প্রতিযোগিতায়। শুরুতে এমবাপ্পেকে হলুদ কার্ড দেখানো হয়েছিল। কিন্তু ভার রিভিউ দেখে শাস্তির মাত্রা বাড়ান রেফারি সেজার সোতো গ্রাদো।
রিয়াল দশ জনের দলে পরিণত হওয়ায় আলাভেস চাপ তৈরি করেছিল। কিন্তু ৬টি দারুণ সেভ করে তাদের হতাশ করেন থিবা কুর্তোয়া। অবশ্য ৭০ মিনিটে আলাভেসও দশ জনের দলে পরিণত হয়েছে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মানু সানচেস।
কষ্টের এই জয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে রিয়ালের। ৩১ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭০ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৬৬।