রবের্ত লেভানডোভস্কি আবারও প্রমাণ করলেন, কেন তিনি এখনও বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ফরোয়ার্ডদের একজন। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তার জোড়া গোলেই বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
এদিন আগুনে পারফরম্যান্স উপহার দিয়েছেন পোলিশ স্ট্রাইকার। নেতৃত্ব ও নিখুঁত নৈপুণ্যে সাবেক ক্লাবের বিপক্ষে দুটি গোল করে মৌসুমে গোল সংখ্যা নিয়ে গেছেন ৪০-এ। বার্সেলোনার হয়েও একশ গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় তিনি। বর্তমানে গোল ৯৯টি। অলিম্পিক স্টেডিয়ামে নিজেদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন, ‘আমরা খুব ভালো খেলেছি, কিন্তু এখনও একটি ম্যাচ বাকি। ঘরের মাঠে চার গোল... সব সময় নিজেদের খেলাটা খেলতে চাই এবং তাদের মাঠে গিয়েও জিততে চাই-এটাই আমাদের লক্ষ্য।’
দ্বিতীয়ার্ধে বার্সার নৈপুণ্য ছিল দুর্দান্ত। রাফিনহার গোলে লিড নেওয়ার পর লেভানডোভস্কি যোগ করেছেন দুটি। এরপর টিনএজ তারকা লামিনে ইয়ামাল শেষ গোলটি করে উদযাপনের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। এখন এই ত্রয়ী তারকা মিলেই গড়ে তুলেছেন ইউরোপের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগ। লেভানডোভস্কি নিজেদের সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘আমি, ইয়ামাল কিংবা রাফা-আমরা সবাই ক্লাবের জন্যই গোল করি। একসঙ্গে খেলতে ভালোবাসি। এই দলের সম্ভাবনা অনেক।’
নিজের গোলের মাইলফলক নিয়ে হাসতে হাসতে লেভা বলেছেন, ‘বার্সায় ৯৯টা গোল, মৌসুমে ৪০টা। আমি ভীষণ খুশি। আমার মনে সব সময় শুধু জয় না, দলের জন্য কিছু করে যাওয়য়ার চিন্তা থাকে। আর গোল করাই ফরোয়ার্ডদের কাজ, এটা নিয়ে ভাবতেই হবে।’