X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ফুলহামের কাছে হারলো লিভারপুল, চেলসিকে ব্রেন্টফোর্ডের ধাক্কা

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ২১:০৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২১:২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিততে আর ১১ পয়েন্ট দরকার লিভারপুলের। কিন্তু রবিবার সেই ব্যবধান কমাতে পারেনি তারা। ফুলহামের মাঠে ৩-২ গোলে হেরে গেছে শীর্ষ দল। এদিকে ব্রেন্টফোর্ড গোলশূন্য ড্রয়ে চেলসির সেরা চারে ওঠার স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে।

প্রিমিয়ার লিগ ট্রফি জয়ের পথে একটুখানি হোঁচট খেলো লিভারপুল। তাদের রক্ষণের ভুলের মাশুল দিতে হয়েছে লিগ মৌসুমের দ্বিতীয় হারে।

লিভারপুল সৌভাগ্যক্রমে শুরুতেই পেনাল্টির শাস্তি পায়নি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ১৪তম মিনিটে গোল করেন। লিড নেয় রেডরা।

তারপর ১৪ মিনিটের মধ্যে তিনটি গোল হজম করে লিভারপুল। রায়ান সেসেগনোন প্রথমবারের প্রচেষ্টায় ভলিতে সমতা ফেরান। তারপর অ্যালেক্স আইওবি ও রদ্রিগো মুনিজ দুই গোলের লিড এনে দেন ফুলহামকে।

খেলা শেষ হওয়ার প্রায় ২০ মিনিট আগে বদলি নামা লুইস দিয়াজকে দিয়ে গোল করান কনর ব্র্যাডলি। বাকি সময়ে তারা আর সমতা ফেরাতে পারেনি। ফুলহাম তাদের তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

লিভারপুল ৩১ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। শিরোপা জিততে বাকি সাত ম্যাচে ১১ পয়েন্ট পেতে হবে তাদের। আর্সেনাল ১১ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে।

ফুলহাম ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে গেছে। পাঁচে থাকা ম্যানসিটির চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন এবার তারা দেখতেই পারে।

এদিকে পশ্চিম লন্ডনের প্রতিবেশী ক্লাব ব্রেন্টফোর্ডের বিপক্ষে বড়সড় পরিবর্তন এনেছিল চেলসি। গত বৃহস্পতিবার টটেনহাম হটস্পারকে হারানো দল থেকে পাঁচটি পরিবর্তন আনেন চেলসি কোচ এনজো মারেস্কা। নিকোলাস জ্যাকসন, কোল পালমার ও পেদ্রো নেতোকে দ্বিতীয়ার্ধে বদলি নামান তিনি।

এই তিন জন নামার পর চেলসি আক্রমণে ছন্দ ফিরে পেয়েছিল। কিন্তু ব্রেন্টফোর্ড গোলে মার্ক ফ্লেক্কেনের বড় পরীক্ষা নিতে পারেননি তারা। বরং ব্রায়ান এমবেউমো ও সেপ ফন দেন বার্গ স্বাগতিকদের হয়ে গোল করার খুব কাছে ছিলেন। 

ব্রেন্টফোর্ডের মাঠে চেলসি ড্র করে টেবিলের চারেই আছে চেলসি। কিন্তু পাঁচে থাকা ম্যানসিটির সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে বেড়েছে। সিটিজেনরা রবিবারই মুখোমুখি হচ্ছে ম্যানইউর।

 

/এফএইচএম/
সম্পর্কিত
সালাহর রেকর্ড ভাঙার দিনে শিরোপার আরও কাছে লিভারপুল
ড্রয়ের পর কী ভাবছেন আর্সেনাল কোচ?
দুই গোলে পিছিয়ে পড়েও প্যালেসকে উড়িয়ে দিয়েছে সিটি
সর্বশেষ খবর
‘জামায়াতকে হেয়প্রতিপন্ন করতে যশোরে ঘরবাড়ি ভাঙচুর ঘটনা ঘটিয়েছে’
‘জামায়াতকে হেয়প্রতিপন্ন করতে যশোরে ঘরবাড়ি ভাঙচুর ঘটনা ঘটিয়েছে’
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের গণসংযোগ
ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের গণসংযোগ
কলেজছাত্রীর ছবি এডিট করে হুমকি দেওয়া যুবক গ্রেফতার
কলেজছাত্রীর ছবি এডিট করে হুমকি দেওয়া যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা