বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। ১২ এপ্রিল কিংস অ্যারেনাতে বসুন্ধরা কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তার আগেই বাফুফের কাছে নানান দাবি জানিয়ে চিঠি দিয়েছে ঐতিহ্যবাহী সাদা-কালোরা।
গত বছর ২২ নভেম্বর কিংস অ্যারেনায় চ্যালেঞ্জ কাপে এগিয়ে থেকে হেরে যাওয়ার পর ভেন্যু নিয়ে অভিযোগ করেছিল মোহামেডান। ম্যাচের ৬১ মিনিটে বসুন্ধরা কিংসের দর্শকরা গ্যালারি থেকে মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করলে খেলা বন্ধ ছিল ২০ মিনিটের মতো। পরবর্তীতে মোহামেডান ম্যাচ হেরে যায়।
ম্যাচের পর মোহামেডানের টিম ম্যানেজমেন্ট থেকে বাফুফেকে চিঠি দিয়ে ওই ম্যাচের মাঝে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে কিংসের দর্শকদের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার বিষয়টি অবহিত করা হয়েছিল।
যদিও এরই মাঝে গত ১০ ডিসেম্বর মোহামেডান ওই মাঠেই ফেডারেশন কাপের ম্যাচ খেলে রহমতগঞ্জের বিপক্ষে।
আগামী ১২ এপ্রিল কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। কিংসের বিপক্ষে ম্যাচের আগে এবারের চিঠি দেওয়া হয়েছে বাফুফে সভাপতির কাছে। তাতে গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে কিছু দাবি উপস্থাপন করা হয়েছে।
এর মধ্যে রয়েছে- চ্যালেঞ্জ কাপের মতো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি যাতে না হয়, সে জন্য মোহামেডান দুই দলের পৃথক ভিআইপি বক্স নির্ধারণ; দুই দলের সমর্থকদের জন্য গ্যালারিতে স্থান নির্ধারণ করে দেওয়া; মোহামেডান সমর্থকদের টিকিট ক্রয়ের জন্য পৃথক বুথ তৈরি করা; গোলপোস্টের পেছনে দর্শক বসতে না দেওয়া; খেলোয়াড় ও কোচিং স্টাফদের ম্যাচের পর নিরাপদে ভেন্যু ছাড়ার ব্যবস্থা নিশ্চিত করার দাবি করা হয়েছে।