সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোও সবটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করছেন। আল হিলালের বিপক্ষে দলকে জেতাতে জোড়া গোল করেছেন তিনি। তার জোড়ায় আল নাসর ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে তারা। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট।
বিরতির আগে আল নাসরকে অগ্রগামিতা পাইয়ে দেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেছেন রোনালদো। পাস করেছিলেন সাদিও মানে।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল তার পর প্রতি আক্রমণ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। ক্লোজ রেঞ্জের হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন সিআরসেভেন। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।
নিজের জোড়া গোল নিয়ে ম্যাচের পর পর্তুগিজ তারকা বলেছেন, ‘এই জয়ে দলীয় নৈপুণ্যই হচ্ছে আসল। আমার গোল করাটাও গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জয়। আমি মূলত এসপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে দলকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করি এবং ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দেই না।’