সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড এবার ঈদ উল ফিতরের আনন্দে ভক্তদের সঙ্গে যোগ দিলেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন তিনি।
রবিবার সৌদি আরবে পালিত হয়েছে ঈদ উল ফিতর। নিজের ফেসবুক পেজে সৌদির ঐতিহ্যবাহী পোশাকে এক ছবি পোস্ট করে ভক্তদেরকে শুভেচ্ছা জানালেন তিনি।
হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার এবং কাঁধে সৌদি পতাকা। পুরানো এই ছবি পোস্ট করে ক্যাপশনে রোনালদো লেখেন, ‘আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। এই বিশেষ সময় আপনার ও আপনার প্রিয়জনকে এনে দিক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ।’
দুই বছরের বেশি সময় ধরে আল নাসরের হয়ে খেলতে সৌদি আরবে আছেন রোনালদো। ঘরোয়া ফুটবলে ক্লাবকে বড় কোনও শিরোপা এনে দিতে পারেননি তিনি। তবে নিজের জাত চিনিয়েছেন সবসময়। গোলমুখের সামনে অপ্রতিরোধ্য এই তারকা। সিআরসেভেনের হাত ধরে সৌদি প্রো লিগে শিরোপার স্বপ্ন দেখছে ক্লাবটি। এই মৌসুমেই তার সঙ্গে আল নাসরের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।