আবারও গোলের খাতায় নাম লিখলেন রবার্ট লেভানডোভস্কি। রবিবার জিরোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিতে দুইবার জাল কাঁপান বার্সেলোনা স্ট্রাইকার। ম্যাচ জিতিয়ে তিনি বললেন, শিরোপার পাশাপাশি একটি ব্যক্তিগত মাইলফলকে নাম লেখানোর স্বপ্ন তিনি দেখেন।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে লেভানডোভস্কি জানালেন, বার্সেলোনায় তার অন্যতম লক্ষ্য ১০০ গোল করা। ২০২২ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ৯৭ গোল করে ফেলেছেন পোলিশ স্ট্রাইকার। গোলমুখের সামনে যেভাবে পারফরম্যান্স করছেন, তাতে এই মৌসুম শেষ হওয়ার আগেই গোলের সেঞ্চুরি হওয়ার কথা।
২০২১-২২ মৌসুমে করিম বেনজেমার পর প্রথম খেলোয়াড় হিসেবে লা লিঘার এক মৌসুমে ২৫-এর বেশি গোল কররেন লেভানডোভস্কি। ক্লাব ও দেশের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
নিজের লক্ষ্য নিয়ে লেভানডোভস্কি বললেন, ‘বার্সার হয়ে ১০০ গোল করা অন্যতম লক্ষ্য। এটা পরিষ্কার। এটা একটা স্বপ্ন। আমাদের হাতে এখনও অনেক খেলা বাকি। আমরা কোপা দেল রে ফাইনাল খেলতে চাই, চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিততে চাই।’
লেভানডোভস্কির বয়স নিয়েও নানা কথা হচ্ছে। সেসবে কান দেন না ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড, ‘লোকেরা আমার বয়স নিয়ে কথা বলে। কিন্তু আমি জানি, সবসময়ের মতোই আমি কঠোর পরিশ্রম করছি। আরও কয়েক বছর আমি শীর্ষস্তরের ফুটবল খেলতে চাই। আমি শারীরিকভাবে বেশ ভালো আছি। কয়েক বছর আগের ও এখনকার মধ্যে পরিসংখ্যানের দিক থেকে কোনও পার্থক্য দেখি না।’
লিগে এখন ২৫ গোল করে সবার শীর্ষে। কিলিয়ান এমবাপ্পের চেয়ে তিন গোল বেশি তার।