X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

বার্সেলোনায় যে স্বপ্ন পূরণের পথে লেভানডোভস্কি

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১১:০৯আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১১:০৯

আবারও গোলের খাতায় নাম লিখলেন রবার্ট লেভানডোভস্কি। রবিবার জিরোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিতে দুইবার জাল কাঁপান বার্সেলোনা স্ট্রাইকার। ম্যাচ জিতিয়ে তিনি বললেন, শিরোপার পাশাপাশি একটি ব্যক্তিগত মাইলফলকে নাম লেখানোর স্বপ্ন তিনি দেখেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে লেভানডোভস্কি জানালেন, বার্সেলোনায় তার অন্যতম লক্ষ্য ১০০ গোল করা। ২০২২ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ৯৭ গোল করে ফেলেছেন পোলিশ স্ট্রাইকার। গোলমুখের সামনে যেভাবে পারফরম্যান্স করছেন, তাতে এই মৌসুম শেষ হওয়ার আগেই গোলের সেঞ্চুরি হওয়ার কথা। 

২০২১-২২ মৌসুমে করিম বেনজেমার পর প্রথম খেলোয়াড় হিসেবে লা লিঘার এক মৌসুমে ২৫-এর বেশি গোল কররেন লেভানডোভস্কি। ক্লাব ও দেশের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

নিজের লক্ষ্য নিয়ে লেভানডোভস্কি বললেন, ‘বার্সার হয়ে ১০০ গোল করা অন্যতম লক্ষ্য। এটা পরিষ্কার। এটা একটা স্বপ্ন। আমাদের হাতে এখনও অনেক খেলা বাকি। আমরা কোপা দেল রে ফাইনাল খেলতে চাই, চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিততে চাই।’

লেভানডোভস্কির বয়স নিয়েও নানা কথা হচ্ছে। সেসবে কান দেন না ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড, ‘লোকেরা আমার বয়স নিয়ে কথা বলে। কিন্তু আমি জানি, সবসময়ের মতোই আমি কঠোর পরিশ্রম করছি। আরও কয়েক বছর আমি শীর্ষস্তরের ফুটবল খেলতে চাই। আমি শারীরিকভাবে বেশ ভালো আছি। কয়েক বছর আগের ও এখনকার মধ্যে পরিসংখ্যানের দিক থেকে কোনও পার্থক্য দেখি না।’

লিগে এখন ২৫ গোল করে সবার শীর্ষে। কিলিয়ান এমবাপ্পের চেয়ে তিন গোল বেশি তার।

/এফএইচএম/
সম্পর্কিত
ক্লাসিকো ফাইনাল নিশ্চিত করে ট্রেবলের স্বপ্ন দেখছে বার্সা
অ্যাতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
লেভানডোভস্কির জোড়া গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা
সর্বশেষ খবর
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
ক্লাসিকো ফাইনাল নিশ্চিত করে ট্রেবলের স্বপ্ন দেখছে বার্সা
ক্লাসিকো ফাইনাল নিশ্চিত করে ট্রেবলের স্বপ্ন দেখছে বার্সা
টিভিতে আজকের খেলা (৩ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ এপ্রিল, ২০২৫)
এভারটনকে হারিয়ে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল
এভারটনকে হারিয়ে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন