প্রায় দুই সপ্তাহ পর আবার মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। হালকা চোটে পড়া আর্জেন্টাইন তারকা সম্ভবত শনিবারের ম্যাচেই ইন্টার মায়ামির জার্সি পরতে যাচ্ছেন।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে বাংলাদেশ সময় রবিবার ভোর সাড়ে পাঁচটায় ফিলাডেলফিয়া ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি। সাউথ ফ্লোরিডায় হতে যাওয়া ম্যাচেই মাঠে নামতে যাচ্ছেন মেসি।
গত ১৬ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ২-১ গোলে জেতা ম্যাচে ছোটখাটো চোটে পড়েন মেসি। তাতে করে আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পাননি ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ দুটি জিতেছে।
হেড কোচ হাভিয়ের মাসচেরানো মেসিকে নামানোর ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘লিও ভালো আছে। অস্বাভাবিক কিছু না হলে ম্যাচ ডে রুস্টারে তার নাম থাকবে।’
ফিলাডেলফিয়া ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। আর মায়ামি ১০ পয়েন্টে তিন নম্বরে।