গত ৮ মার্চ ক্লাবের চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে স্থগিত হয়েছিল ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচ। আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই সেই ম্যাচ মাঠে গড়ালো। একদিকে ইনজুরি, আরেকদিকে জাতীয় দলের ম্যাচ খেলে ফেরা খেলোয়াড়দের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা ছিল। ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সা, কিন্তু চোট পেয়েছেন দানি ওলমো। কোচ হ্যান্সি ফ্লিক বললেন, জোর করে ম্যাচ খেলে দলকে বড় খেসারত দিতে হয়েছে।
ফেরান তোরেস, ওলমো ও রবার্ট লেভানডোভস্কির গোলে এই ম্যাচ জিতে লা লিগা টেবিলে রিয়াল মাদ্রিদকে ৩-০ পয়েন্টে পেছনে ফেলে শীর্ষে উঠেছে বার্সা। কিন্তু এই জয় ম্লান হয়ে গেছে ওলমোর চোটে। বিভিন্ন সূত্রে ইএসপিএন জানিয়েছে, শুক্রবার অ্যাডাক্টার সমস্যা নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওলমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ফ্লিক ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা যে অবস্থায় আছি, সেখান থেকেই আজ সেরাটা করেছি। এই ম্যাচ খেলার জন্য দিনটা ঠিক ছিল না। আন্তর্জাতিক বিরতির পর এটা ভালো ছিল না। আমাদের আরও তিন পয়েন্ট এসেছে। কিন্তু দানির ইনজুরিতে আমরা বড় খেসারত দিয়েছি। এটা ভালো নয়।’
তিনি আরও বললেন, ‘আমরা জানি না সে কতদিন বাইরে থাকবে। যদি দুই সপ্তাহ হয়, তাহলে অনেকগুলো ম্যাচ কিংবা তিন সপ্তাহ হলে আরও অনেক ম্যাচ। মোটেও ভালো পরিস্থিতি নয় এটা। তিনটি পয়েন্টের জন্য এটা বড় মাশুল ছিল।’
রাফিনহাকে ছাড়া খেলেছে বার্সেলোনা। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জার্সিতে যদিও খেলেননি তিনি। বুধবার উরুগুয়ে থেকে ফেরা রোনাল্ড আরাউহোকেও বেঞ্চে রাখা হয়েছে পুরোটা সময়।
আগামী ২০ দিনের মধ্যে বার্সা ছয়টি ম্যাচ খেলবে। ওসাসুনার বিপক্ষে শেষ বাঁশি বাজার ৬৪ ঘণ্টা পরই রবিবার জিরোনার বিপক্ষে লা লিগা ম্যাচ খেলবে তারা।
ফ্লিক বললেন, এমন ব্যস্ত সূচি মাঠের খেলার সৌন্দর্য নষ্ট করছে। তার দাবি, এই মৌসুমের ফিফা ক্লাব বিশ্বকাপ পরিস্থিতি আরও খারাপ করে তুলবে।
তিনি যোগ করেন, ‘আমি মনে করি খেলোয়াড়দের কথা শোনা উচিত। এটা গুরুত্বপূর্ণ, কোচদেরও। এই গ্রীষ্মে ক্লাবগুলোর বিশ্বকাপে খেলা রয়েছে। এটা কঠিন। নেশন্স লিগ, আন্তর্জাতিক বিরতি.....।’
ফ্লিক আরও বলে গেলেন, ‘আমি মনে করি না এই বিশ্বকাপ ভালো কিছু হবে, আমার মতে। আপনি ভালো অর্থ পাবেন, কিন্তু খেলোয়াড়দের জন্য এটা ভালো নয়। আমাদের এটা বন্ধ করতে হবে এবং খেলোয়াড়দের নিয়ে ভাবতে হবে।’
ফ্রান্সের হয়ে গত রবিবার ১২০ মিনিট খেলেছেন জুলেস কুন্দে। নেশন্স লিগে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর এই বার্সা ডিফেন্ডার কোচের সঙ্গে সুর মেলালেন, ‘এই ম্যাচের জন্য এই দিনটা বেছে নেওয়ায় আমি ক্ষুব্ধ। এটা স্বাভাবিক নয়। এটা সত্যি যে আমি যেটা করেছি, আমি সত্যিই সৌভাগ্যবান। কিন্তু এই নিটা নির্বাচন করা বার্সা ও ওসাসুনার প্রতি শ্রদ্ধার ঘাটতি প্রমাণ করে, কারণ দুই দলেই আন্তর্জাতিক খেলোয়াড় আছে। আমরা মেশিন নই। আমাদের খেলাটা খেলতে হলে এবং আমরা যেটা চাই সেটা ভক্তদেরকে দেওয়ার জন্য যে পারফরম্যান্স দরকার, সেটার জন্য আমাদের বিশ্রাম লাগে।
তিনি আরও বললেন, ‘তার চেয়েও বড় কথা, এটা খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধার অভাব। প্রতিটি প্রতিষ্ঠানকে এটা বুঝতে হবে, শুধু লা লিগা নয়, প্রত্যেককে। আমরা আগে কিছু বলিনি কারণ আমরা কোনও অজুহাত খুঁজি না। কিন্তু আপনি যখন একটা অবস্থানে পৌঁছে যাবেন, তখন আপনার কণ্ঠস্বর শুনতে হবে। এখানে আমরা মূল অভিনেতা এবং আপনি যেটা চান, সেটাই করতে পারেন না।’