অবশেষে বড় পরিসরে মাঠে গড়াতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানির বিস্তারিত প্রকাশ করেছে ফিফা। প্রাইজমানি ফান্ডের পরিমাণ মোট ১ বিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৫০ কোটি টাকার সমান!
ফিফা বিবৃতিতে জানিয়েছে, এই টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থের কোনও অংশই নিজের কাছে রাখবে না। আয়কৃত রাজস্বের পুরোটাই ক্লাবগুলোর মাঝে বিতরণ করে দেবে।
এক বিলিয়ন ডলারের অর্ধেকের পুরোটাই ৩২টি ক্লাবের মাঝে ভাগ করে দেওয়া হবে। আর এই অর্থের পরিমাণ নির্ধারিত হবে ক্লাবের ক্রীড়া ও বাণিজ্যিক অবস্থার ওপর। যেমন বড় ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাব বড় অঙ্কের পরিমাণ অর্থ পাবে। বাকি ৪৭৫ মিলিয়ডন ডলার পারফরম্যান্স ভিত্তিক পুরস্কারে ব্যয় করা হবে। তার মানে হলো যে দল বেশি ম্যাচ জিতবে তার ভাগ্যে জুটবে আরও বেশি অর্থ। সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ থাকছে।
প্রথমবার বড় পরিসরে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে ১৪ জুন থেকে। চলবে ১৩ জুলাই পর্যন্ত। যার আয়োজক যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে ৬টি মহাদেশের ৩২টি দল অংশ নেবে। আগে ৭টি ক্লাব নিয়ে টুর্নামেন্ট হতো।