X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলবেন ছেত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৫, ২২:৪৩আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২২:৫৩

গত বছরের ১৬ মে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। এক বছর না যেতেই অবসর ভেঙে আবারও তিনি ভারতীয় দলে খেলবেন। আজ বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় ফুটবল সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ৪০ বছর বয়সে তার প্রত্যাবর্তনের কথা জানিয়েছে, ‘সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।’

ভারতের স্প্যানিশ কোচ মানোলা মার্কেজ বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের জন্য ২৬ জনের স্কোয়াডে ছেত্রীকে রেখেছেন। এই তারকাকে ফেরানো নিয়ে তিনি বলেছেন, ‘এশিয়ান কাপ বাছাই পর্ব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি সুনীল ছেত্রীর সঙ্গে আলোচনা করেছি যেন ফিরে এসে জাতীয় দলের শক্তি বাড়ায়। সে আমার সঙ্গে একমত হয়েছে। যে কারণে তাকে দলে রাখা হয়েছে।’

ভারতের হয়ে ১৫১ ম্যাচে ৯৪ গোল ছেত্রীর। ১৯ মার্চ ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে নতুন করে ‘অভিষেক’ হতে যাচ্ছে। এছাড়া এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে ২৫ মার্চ শিলংয়ের ম্যাচে তিনি নিশ্চিতভাবে খেলবেন। হয়তো দেখা যাবে অন্য ম্যাচগুলোতেও।

বাংলাদেশের বিপক্ষে ছেত্রীর গোলসংখ্যা নেহাতই কম নয়। ১১ ম্যাচে ৮ গোল ছাড়াও অ্যাসিস্ট রয়েছে তিনটি। 

এমনিতে ছেত্রীর অবসরে যাওয়ার পর থেকে ভারতীয় দলে তার বিকল্প সেভাবে উঠে আসেনি। জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল দাপিয়ে বেড়াচ্ছেন। সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে বেশি বয়সী খেলোয়াড় হয়ে হ্যাটট্রিকের নতুন রেকর্ডও গড়েছেন। ফর্মে থাকা অভিজ্ঞ স্ট্রাইকারকে তাই নতুন করে ফেরানো হয়েছে ভারতীয় দলে।

২০০২ সালে মোহনবাগানের হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু হয়েছিল ছেত্রীর। এখনও আইএসএলে খেলেন বেঙ্গালুরু এফসির হয়ে। ২০০৭, ২০০৯ এবং ২০১২ সালে ভারতের নেহেরু কাপ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন সুনীল। চারবার- ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে জিতেছেন সাফ কাপও। ২০০৮ সালে ভারতকে এফসি চ্যালেঞ্জ কাপ জিতিয়েছিলেন তিনি। যা ভারতকে ২৭ বছরে প্রথমবার এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা এনে দিয়েছিল।

আন্তর্জাতিক ফুটবলে ১৯ বছরে দেড়শর বেশি ম্যাচ খেলেছিলেন সুনীল। ২০০৫ সালে অভিষেকের পর ভারতীয় ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার নেপথ্যে বড় ভূমিকা তার। গত বছরের জুনে কুয়েতের বিপক্ষে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন। যুবভারতীতে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছিলেন ছেত্রী। হঠাৎ মত পরিবর্তন করে আবার ফিরতে চলেছেন ভারতীয় ফুটবলে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলিতদের অবস্থা পরিবর্তনে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে: আনু মুহাম্মদ
দলিতদের অবস্থা পরিবর্তনে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে: আনু মুহাম্মদ
৫ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার
৫ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার
এসি রুমে বৈঠক ‘আর নয়', কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের
এসি রুমে বৈঠক ‘আর নয়', কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের
বিএসজেএ’র নতুন সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন
বিএসজেএ’র নতুন সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০