এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ম্যাচটি হতে যাচ্ছে। ভারতও ফিরতি লেগ খেলতে ১৮ নভেম্বর ঢাকা আসবে। এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ নিয়ে আজ সোমবার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।
শিলং যাওয়ার আগে বাংলাদেশ ৫ মার্চ দুপুরে অনুশীলন করার জন্য সৌদি আরব সফর করবে। সেখানে অনুশীলন ক্যাম্প করে ১৮ মার্চ ঢাকায় ফিরবে জামালরা। তার পর বাংলাদেশ দলেল ২০ অথবা ২১ মার্চ শিলং যাওয়ার পরিকল্পনা। তাই বাফুফে থেকে পুরো দলের জন্য সৌদি আরব যাওয়ার আগেই ভারতের ভিসার জন্য আবেদন করেছিল।
আশার কথা আগামী পরশু দিন সৌদি আরবের ফ্লাইটের আগেই বাংলাদেশ দলের সবার ভিসা ইস্যু হয়েছে। এমনটি জানিয়ে বাংলা ট্রিবিউনকে ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘আমাদের সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক। আমরা একে অপরের দেশে খেলতে যাবো। এটা নিয়ে কথা হয়েছে। ভারতের হাইকমিশনার আমাদের নারী ফুটবলের প্রশংসা করেছেন। তাদের ওখানে মেয়েদের লিগ খেলার বিষয়টি এসেছে। স্পোর্টস মেডিসিন নিয়ে কথা হয়েছে। ফুটবলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন করে উন্নয়নের কথা আলোচনায় এসেছে। এছাড়া আমাদের দলের সবার ভিসা তো হয়ে গেছে। সবাই পাসপোর্টও নিয়ে আসছে।’