মেজর লিগ সকারে প্রতিপক্ষ দলের সহকারী কোচের ঘাড় চেপে ধরে শাস্তির মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি। জরিমানা করা হয়েছে তাকে। যদিও সেই অঙ্কটা গোপনই থেকেছে।
ঘটনাটা ঘটেছে শনিবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের পর। শেষ বাঁশি বাজার পর ক্যামেরায় ধরা পড়ে নিউ ইয়র্কের সহকারী কোচ মেহদি বালুচির সঙ্গে মেসি তর্কে জড়িয়েছেন। তখন মেসি দু’বার বালুচির ঘাড়ের পেছনে হাত রাখেন।
মেজর লিগ সকার বিবৃতিতে জানিয়েছে, তাদের ডিসিপ্লিনারি কমিটির দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আর্জেন্টাইন তারকা এই সংক্রান্ত নিয়ম-নীতির লঙ্ঘন করেছেন।
একই ম্যাচে নিউ ইয়র্ক ডিফেন্ডার বার্ক রিসার ঘাড়ে হাত রেখে জরিমানার মুখে পড়েছেন মেসির সতীর্থ লুই সুয়ারেজও। তিনি ঘটনাটির জন্ম দেন একই ম্যাচের প্রথমার্ধের পর।
সেটা ছিল মৌসুমের উদ্বোধনী ম্যাচ। নিউ ইয়র্কের সঙ্গে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। সেখানে স্টপেজ টাইমে সতীর্থ তেলাস্কো সেগোভিয়ার সমতা সূচক গোলে মেসি অ্যাসিস্ট করেছিলেন।