X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

মেসির অ্যাসিস্টে হার এড়ালো মায়ামি

  স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০

মেজর লিগ সকারের নতুন মৌসুমে অল্পের জন্য হার এড়িয়েছে ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক সিটির সঙ্গে ওপেনিং রাউন্ডে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মেসিরা। 

গত বছর নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়া মায়ামি ম্যাচের বেশির ভাগ সময়ই দশ জনের দল নিয়ে খেলেছে। লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যান আর্জেন্টাইন ডিফেন্ডার টমাস আভিলেস।  

মায়ামির দুটি গোলেই অবদান ছিল মেসির। স্টপেজ টাইমের দশম মিনিটে সমতাসূচক গোলটিতেও অ্যাসিস্ট করেছেন তিনি। 

মেজর লিগ সকারে এবারই প্রথম মায়ামির কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন হাভিয়ের মারসচেরানো। দলে নতুন কিছু মুখও জায়গা দিয়েছিলেন। কিন্তু বেশিরভাগ সময়তেই অগোছালো মনে হয়েছে তাদের। তার পরেও ম্যাচের প্রথম গোলটি তারা পেয়ে যায় পঞ্চম মিনিটে। মেসির দেওয়া পাস থেকে জাল কাঁপান আভিলেস। 

যদিও তার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমএলস ফেভারিট মায়ামি। দশম মিনিটে পেশীর ইনজুরিতে মাঠ ছেড়ে যান ফরোয়ার্ড ফাফা পিকাউল্ট। ১৩ মিনিট বাদে মোমেন্টাম পুরোপুরি ঝুঁকে পড়ে নিউ ইয়র্কের দিকে। বক্সে আলোনসো মার্টিনেজকে ফেলে দিলে সরাসরি লাল কার্ড দেখেন আভিলেস। 

ওই ঘটনার কিছুক্ষণ পর পর ফ্রি কিক পায় নিউ ইয়র্ক। দশ জনের দলে পরিণত হলে অগোছালো হয়ে পড়ে মায়ামির রক্ষণ। সেই সুযোগেই আনমার্কড মিটজা ইলেনিচ গোল করে সমতা ফিরিয়েছেন। বিরতির পর ৫৫ মিনিটে ২-১ গোলে এগিয়েও যায় নিউ ইয়র্ক। অবশ্য এই গোলটিও এসেছে জর্ডি আলবার ভুল পাসে। তার দেওয়া পাস পেয়ে জাল কাঁপান মার্টিনেজ। 

তার পর থেকে সমতাসূচক গোলের জন্য চাপ বাড়াতে থাকে মায়ামি। কিন্তু কিছুতেই জালের দেখা পাচ্ছিলো না তারা। ৭২ মিনিটে মেসির ফ্রি কিক সেভ করেন ম্যাট ফ্রিজ। ৮০ মিনিটে দারুণ সুযোগ পেয়েও সেটি লক্ষ্যের বাইরে মারেন ফেডেরিকো রেডোন্ডো। 

তার পর অতিরিক্ত ১১ মিনিট যোগ হলে সেখানেই মেসির অ্যাসিস্টে হার এড়ায় মায়ামি। বল নিয়ে এগিয়ে যেতে থাকা আর্জেন্টাইন তারকার পাস নিজের পথে পেলে চিপ করে জাল কাঁপান সেগোভিয়া।

জোড়া অ্যাসিস্টে ম্যাচের পর মেসিকে প্রশংসায় ভাসিয়ে কোচ মাসচেরানো বলেছেন, ‘মেসিই দলের প্রাণ। শেষ দিকে সে যা করেছে, এটা দেখার পর যে কেউ এটা বলতেই পারে।’

/এফআইআর/
সম্পর্কিত
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বিশ্বকাপে খেলবেন মেসি, যদি...
২০২৬ বিশ্বকাপে খেলতে চায় মেসি: সুয়ারেজ
সর্বশেষ খবর
জমির মাটি কাটার সময় পাওয়া গেল অবিস্ফোরিত মর্টার শেল
জমির মাটি কাটার সময় পাওয়া গেল অবিস্ফোরিত মর্টার শেল
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা