চ্যাম্পিয়নস লিগ প্লে–অফের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। যার মূল কারিগর ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকেই স্প্যানিশ জায়ান্টরা দাপট দেখিয়েছে। ম্যাচের পর ফরাসি ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, রিয়াল মাদ্রিদ গ্রেট ক্রিস্টিয়ানো রোনালদোর পর্যায়ে যাওয়ার মতো যোগ্যতা আছে এমবাপ্পের।
রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ক্রিস্টিয়ানো রোনালদোর। রেকর্ড ১৫বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল আছে তার। রোনালদোর সঙ্গে এমবাপ্পের তুলনায় আনচেলত্তি ম্যাচের পর বলেছেন, ‘এমবাপ্পের সেই যোগ্যতা আছে রোনালদোর সংখ্যাগুলোকে স্পর্শ করার। তবে সেজন্য তাকে পরিশ্রম করতে হবে। কারণ ক্রিস্টিয়ানো তার মানকে অনেক উঁচুতে নিয়ে গেছে। তবে এমবাপ্পে এখানে খেলতে পেরে ভীষণ রোমাঞ্চিত। সে রোনালদোর পর্যায়ে যেতে পারে।’
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর যেমন প্রত্যাশা করা হচ্ছিল, সেটা পূরণ করতে পারছিলেন না এমবাপ্পে। শেষ পর্যন্ত হ্যাটট্রিকের দেখা পাওয়ায় আনচেলত্তি বলেছেন, ‘সবাই তার কাছ থেকে এই হ্যাটট্রিকের জন্য অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত সেটা হয়ে গেছে। তবে এমবাপ্পেই একমাত্র খেলোয়াড় নয়, আমাদের আরও অনেক খেলোয়াড় আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে। তবে ব্যক্তিগত মান ছাপিয়ে তারা যে, সামগ্রিক পারফরম্যান্সে পার্থক্য গড়ে দিতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শেষ ষেলোয় মুখোমুখি হতে পারে বেয়ার লেভারকুসেন কিংবা নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতেকো মাদ্রিদের। এটা নির্ভর করছে শুক্রবারের ড্রয়ের ওপর। তবে সরাসরি শেষ ষেলোয় যেতে না পারায় আক্ষেপ ঝরেছে আনচেলত্তির, ‘এটা মোটেও ইতিবাচক বিষয় ছিল না যে আমাদের নকআউটের মধ্য দিয়ে যেতে হয়েছে। কারণ শেষ ষেলোয় যেতে খেলতে হয়েছে ১০টি ম্যাচ।’