X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

এখন প্লে-অফই ভরসা রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯

বর্তমান অবস্থাটা রিয়াল মাদ্রিদের জন্য অস্বস্তিরই। চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। অথচ সেই দলটা নতুন ফরম্যাটে নিজেকে মেলে ধরতে পারছে না! অবস্থা এমন যে, শেষ ষোলোয় যেতে দুই লেগের নকআউট প্লে-অফকেই ভরসা করতে হচ্ছে। শীর্ষ আটে থাকা তো বহু দূর! রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও বিশ্বাস করেন, তার দলের পক্ষে হয়তো শীর্ষ আটে থাকা সম্ভব নয়। তাই প্লে-অফেই তাকিয়ে তার দল।    

গত আসরের চ্যাম্পিয়নরা এই মৌসুমে ভীষণভাবে ধুঁকছে। সর্বশেষ ৪ ম্যাচের তিনটিতেই হেরেছে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে এখন তারা ২৪ নম্বরে। প্লে-অফে খেলার জন্য এটাই বেঁধে দেওয়া সর্বশেষ স্থান। শীর্ষ আটে থাকার জন্যও ৪ পয়েন্ট দূরে রয়েছে তারা। এই অবস্থায় আজ মঙ্গলবার তারা মুখোমুখি হচ্ছে দারুণ ছন্দে থাকা আতালান্তার। ম্যাচটা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার রাত ২টায়।

সিরি আ’য় শীর্ষে থাকা আতালান্তা চ্যাম্পিয়ন্স লিগেও ১১ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ছন্দে থাকা দলটি এখন পর্যন্ত গোলও হজম করেছে একটি। এই ম্যাচটি হারলে বিপদে পড়ে যেতে পারে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। হাতে যদিও তিনটি ম্যাচ বাকি। কিন্তু আনচেলত্তি স্বীকার করেছেন, এই ম্যাচটা অবশ্যই জিততে হবে তাদের, ‘এই মুহূর্তে তিন পয়েন্টের চেয়ে আর কোনও কিছু নিয়ে ঝুঁকি নেই। এটাই কোয়ালিফাই করতে সাহায্য করবে।’

আনচেলত্তি এটা মেনে নিচ্ছেন, প্লে-অফ খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। সেজন্য তিনি আত্মবিশ্বাসী, ‘দুর্ভাগ্যবশত আমাদের একটা বাড়তি রাউন্ড খেলতে হবে। কিন্তু এটাই সত্যি। আমার ছেলেদের ওপর আত্মবিশ্বাস আছে, যে তারা পারবে।’

গত আগস্টে এই আতালান্তাকেই সুপার কাপে হারিয়েছে রিয়াল। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ মনে করেন, সেবারের পারফরম্যান্স থেকে অনেক বদলে গেছে ইতালিয়ান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই দলটি এখন ৯ ম্যাচ অপরাজিত। তাই আতালান্তাকে নিয়ে ভীষণ সতর্ক আনচেলত্তি, ‘আতালান্তা ভীষণ ভালো করছে। সুপার কাপের চেয়ে তারা যথেষ্ট উন্নতি করেছে।’

এদিকে, নকআউট নিশ্চিত করতে রাত পৌনে ১২টায় মাঠে নামছে লিভারপুল। তাদের প্রতিপক্ষ জিরোনা। রাত ২টায় বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে শাখতার দোনেৎস্কের। পিএসজিও একই সময় মুখোমুখি হবে সলসবুর্গের।   

/এফআইআর/
সম্পর্কিত
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
রাইস জানতেন রিয়ালকে হারাতে পারবে আর্সেনাল
ক্লাব চাইলে কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে: আনচেলত্তি
সর্বশেষ খবর
রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত বিএনপির
রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত বিএনপির
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে ঝটিকা মিছিলনিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
মনপুরায় বজ্রাঘাতে আট গরুর মৃত্যু
মনপুরায় বজ্রাঘাতে আট গরুর মৃত্যু
সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বহাল রাখার দাবি 
সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বহাল রাখার দাবি 
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি