পাসিং ফুটবল, প্রয়োজনে রক্ষণে সবার নেমে যাওয়া, বিল্ডআপ ফুটবল- বাংলাদেশের নারী ফুটবলে যেন ইংলিশ ফুটবলের ছোঁয়া লেগেছে! পুরো ৯০ মিনিট ধরে একই ছন্দে খেলতে দেখা যাচ্ছে। এই বাংলাদেশকে নিয়ে সতর্ক না হয়ে পারছেন না নেপালের কোচ রাজেন্দ্রা তামাং। গতবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের শোধ তুলতে মরিয়া হিমালয়কন্যারা। তবে বাংলাদেশের ইংলিশ স্টাইলে খেলা নিয়ে বেশ সাবধানী কোচ।
কাঠমান্ডুতে সংবাদ সম্মেলন করতে এসে রাজেন্দ্রা দুই বছর আগে দল কেন হেরেছে, তারও ব্যাখ্যা দিয়েছেন। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন তিনি, ‘আমরা তাদের বিপক্ষে ফাইনাল খেলেছিলাম, আমাদের কিছু ট্যাকটিক্যাল ভুল হয়েছিল বলে হেরেছিলাম। আশা করি এবার সেই ভুলের পুনরাবৃত্তি হবে না। অতীত অতীতই। তবে অতীত থেকে শিক্ষা নিয়েছি আমরা।’
বাংলাদেশের খেলার ধরন দেখে রাজেন্দ্রা ভীষণ সতর্ক। তাই যে করেই হোক আটকাতে চাইছেন সাবিনা-তহুরাদের, ‘ইংলিশ কোচের অধীনে বাংলাদেশ শক্তিশালী দল, তাদের খেলার স্টাইল ইংলিশদের মতো। তাই এটা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। ঘরের মাঠে খেলা বলে যদিও সমর্থকদের পাশে পাওয়ার সুবিধা আমাদের পক্ষে থাকবে, কিন্তু টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি এগিয়ে থাকা বাংলাদেশকে নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের।’
দশরথে কাল গ্যালারিভর্তি দর্শক থাকবে। মোটা দাগে প্রায় সবাই স্বাগতিকদের জন্য কণ্ঠ চড়াবে। নেপাল দলও চাইছে তেমনটি। যাতে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার উৎসাহ মিলে। এখন পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়া নেপাল এবার আর ভুল করতে চাইছে না। জিততে চাইছে ট্রফি। তবে বাংলাদেশ কী তা হতে দেবে? বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় দশরথ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।