X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

বার্সার উদযাপন পছন্দ হয়নি আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ১০:৫৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১০:৫৯

এল ক্লাসিকো বলে কথা। যে ম্যাচের প্রতি পরতে থাকে উত্তেজনা, সেখানে বিতর্কের জন্ম না নিয়ে পারে না। সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও যেমন বিতর্ক তৈরির চেষ্টা করলেন। বার্সার একটি উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

সমস্যাটা হয়েছে বার্সার চতুর্থ গোলের উদযাপন নিয়ে। যা মোটেও পছন্দ হয়নি রিয়াল কোচের। ম্যাচে রবের্ত লেভানডোভস্কি দুটি গোল করেছেন। একটি করে গোল করেছেন লামিনে ইয়ামাল ও রাফিনহা। বার্সার দারুণ নৈপুণ্যে লা লিগায় ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে রিয়ালের। চতুর্থ গোলটি করেছিলেন রাফিনহা। তখন গোলটি উদযাপনের সময় ডাগ আউটের চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন হান্সি ফ্লিকের সহকারীরা। আর সেই উদযাপনেই ছিল যত সমস্যা। তখন হান্সি ফ্লিকের মুখোমুখিও হতে দেখা যায় রিয়াল মাদ্রিদ কোচকে। ম্যাচের পর আনচেলত্তি জানান, সমস্যাটা ছিল ফ্লিকের সহকারীর, ‘সমস্যাটা ছিল তার সহকারীর, ফ্লিকের সঙ্গে নয়। সহকারী মোটেও ভদ্রলোক নন। বিশেষ করে যেভাবে বেঞ্চের সামনে সে উদযাপন করেছে। পরে ফ্লিকও ব্যাপারটা স্বীকার করেছে।’

একই ব্যাপারে ফ্লিকের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তিনি তখন বলেছেন, ‘আসলে ব্যাপারটা আমি চোখে দেখিনি। আমি শুধু কার্লোর সঙ্গে কথা বলেছি। তবে এমন পরিস্থিতিতে বিষয়টা স্বাভাবিক।’

মাদ্রিদ সর্বশেষ চারটি এল ক্লাসিকোতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রথমার্ধটা গোলশূন্য থাকলেও ম্যাচের দৃশ্যপট বদলেছে বিরতির পর। লেভানডোভস্কি তিন মিনিটে জোড়া গোল করেছেন। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১৭ গোল করেছেন তিনি। ইয়ামাল তো সর্বকনিষ্ঠ হিসেবে ক্লাসিকোয় গোল করেছেন ১৭ বছরে। ম্যাচ নিয়ে আনচেলত্তির মূল্যায়ন, ‘আসলে গোল হওয়ার আগ পর্যন্ত ম্যাচটা ভারসাম্যে ছিল। আমাদের সুযোগ ছিল, গোল করতে পারতাম। কিন্তু আমরা ক্লিনিক্যাল ছিলাম না।’

/এফআইআর/       
সম্পর্কিত
রিয়ালের ঘুরে দাঁড়ানো মানসিকতার প্রশংসা আনচেলত্তির
রাফিনহার পেনাল্টিতে রোমাঞ্চকর ম্যাচ জিতলো বার্সা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
সর্বশেষ খবর
ইসরায়েল-গাজা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ
ইসরায়েল-গাজা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ
ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
বার্নলির কাছে পরাজয়ের পর ঝামেলায় জড়ালেন হামজা
বার্নলির কাছে পরাজয়ের পর ঝামেলায় জড়ালেন হামজা
উইজডেনের লিডিং ক্রিকেটার জসপ্রীত বুমরা
উইজডেনের লিডিং ক্রিকেটার জসপ্রীত বুমরা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ