X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

শুরুতে গঠনতন্ত্র সংস্কার করে ফুটবলকে উঁচুতে নেওয়ার ঘোষণা তাবিথের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২৪, ২০:৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২০:৫৯

প্রথমবার বাফুফে সভাপতি পদে নির্বাচন করতে এসে বিপুল ভোটে জিতেছেন তাবিথ আউয়াল।  জিতেই ফুটবল উন্নয়নে নিজের নানান লক্ষ্যের কথা শোনালেন।

নির্বাচিত সিনিয়র সহসভাপতি ও চার সহসভাপতিকে পাশে রেখে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তাবিথ শুরুতে বলেছেন, ‘বিগত জুন-জুলাই এবং আগস্ট মাসে বিপ্লবী ছাত্র-জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর মিডিয়ার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমর্থকদেরকে। ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের, আমাদেরকে আজকে নতুনভাবে নির্বাচিত করার জন্য।’

প্রত্যাশা পূরণে কাজ শুরু করতে চাইছেন তাবিথ, ‘আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুহূর্তে ফুটবল ফেডারশেনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন। তবে আজকে থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করার উদ্দেশ্য নিয়ে দ্বায়িত্ব পালন করা শুরু করছি।’ 

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ দিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, একজন তরুণ ক্রীড়াপ্রেমিক আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উনার দিক নিদের্শনা ও সাহসে আমরা এরকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আগামী দিনের ফুটবলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ 

বাফুফে তে সংস্কার আনার ঘোষণা দিয়ে তাবিথ বলেছেন, ‘আমরা সকলেই একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার করার পদক্ষেপ হাতে নিবো। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে, মানটা আরও উঁচু লেভেলে চলে যায়, সেই জায়গায় আমরা কাজ করতে চাই।’ 

গঠনতন্ত্র সংশোধন নিয়ে আরও বললেন, ‘আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা হাতে নিবো। ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ৩৬০ ডিগ্রি পোগ্রাম আপনাদের সামনে এনেছেন। উনার ডকুমেন্ট সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিবো। এবং অবশ্যই আমাদের ফুটবলটাকে এগিয়ে নেওয়াটা হলো মূল লক্ষ্যমাত্রা।’ 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ দিয়ে বাফুফে সভাপতি বললেন, ‘আমরা ধন্যবাদ জানাই দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি আমাদেরকে বারবার সাহস দিয়েছেন খেলাকে এগিয়ে নিতে। ক্রীড়ার মাধ্যমে আমরা যেন দেশটাকে এগিয়ে নিতে পারি। ভালো কিছু উপহার দিতে পারি। একই সঙ্গে ক্রীড়া চলমান অবস্থায় দলীয়করণ না চলে আসে, সেই সিদ্ধান্ত উনারা আমাকে দিয়েছেন বাস্তবায়ন করার জন্য।’

চ্যালেঞ্জ মনে হচ্ছে কিনা? প্রশ্নের উত্তরে তাবিথের উত্তর, ‘ডেলিগেটরা আমাদের যে ছয়জনকে নির্বাচন করেছেন, আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, আর কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সঙ্গে আরও ১৫ জন যুক্ত হবেন। এই দলটা নিয়ে আমি বিশ্বাস করি, কোনও কাজই চ্যালেঞ্জিং না। প্রত্যেকেই প্র্রত্যেকের চ্যালেঞ্জ মোকাবেলা করবো এবং জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ঢাকায় হামজার অভিষেক, সিঙ্গাপুর ম্যাচ ঘিরে এখনই চাপে বাফুফে
সাইবার বুলিংয়ের শিকার হলে ফুটবলারদের সহায়তা বাফুফের
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নারী ফুটবলাররা 
সর্বশেষ খবর
রাজধানীর ভেতরের সড়কে চলেবে ই-রিকশা, হবে নীতিমালা: মোহাম্মদ এজাজ
রাজধানীর ভেতরের সড়কে চলেবে ই-রিকশা, হবে নীতিমালা: মোহাম্মদ এজাজ
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
টাঙ্গাইলে এলজিইডি প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে
টাঙ্গাইলে এলজিইডি প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!