X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ভুটানের বিপক্ষে জিততে প্রস্তুত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৪, ২০:৪১আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২০:৪১

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার জন্য প্রস্তুত বাংলাদেশ। গত আসরের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারও সেই ভুটানকেই শেষ চারে পেয়েছে তারা। আগামীকাল রবিবার পৌনে দুইটায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে ম্যাচটি। 

সেমিফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে ভুটান রুখে দিয়েছে নেপালকে। এছাড়া মালদ্বীপের জালে ১৩ গোল দিয়েছে তারা। শ্রীলঙ্কাও পাত্তা পায়নি পাহাড়বেষ্টিত দেশটির কাছে। 

বাটলারের অধীনে অনুশীলন

তাই তো আরেকটি শিরোপার খোঁজে থাকা বাংলাদেশ বেশ সর্তক। তবে এর মাঝেও ভুটানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার, ‘সাবিনা পরের ম্যাচ মিস করতে পারে। তবে শুধু সে না, যে কোনও ফুটবলারই মিস করতে পারে। আমার জায়গা থেকে বিষয়টা দেখবো। আমাকে বাস্তববাদী হতে হবে। আমার ‘এ’ ও ‘বি’ দুটি প্ল্যান রয়েছে। সে (সাবিনা) না খেললে মুনকি আক্তার, মনিকা, সাগরিকা খেলবে। আমার হাতে বিকল্পও আছে। আমরা জেতার জন্য মাঠে নামবো।’

ভুটানকে নিয়ে সতর্ক কোচ, ‘ভুটানকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিপক্ষ শক্তিশালী থাকে, সেটা জানি। ওরা শক্তিশালী দল, সেটা ভেবেই খেলবো। তাদের গোলরক্ষক অনেক ভালো। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। আমরা সেরা প্রস্তুতি নিয়েই নামবো।’ 

ঘাম ঝরালেন খেলোয়াড়রা

ভুটান বাধা পার হতে শুধু মাঝমাঠ নয়, সব বিভাগেই সতীর্থদের কাছে সেরা পারফরম্যান্স চান মারিয়া মান্দা, ‘সব পজিশনই গুরুত্বপূর্ণ। শুধু মিডফিল্ডার বা ডিফেন্স নিয়ে ভাববো না। ভুটান প্রস্তুতি ম্যাচ খেলেছে (এ টুর্নামেন্টে খেলতে আসার আগে)। আমরা খেলিনি… আমরা জানি যে উন্নতি করছে তারা। তাদের বিপক্ষে সেরাটা দিতে হবে আমাদের।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশের গ্রুপে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া
ইন্দোনেশিয়া-জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা
সাবিনা-সানজিদাদের পর এবার ভুটান গেলেন কৃষ্ণাও
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু