X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলবে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ২২:১৭আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২২:১৭

সরকার পরিবর্তনের পর আবাহনী লিমিটেড ক্লাবে হামলা হয়েছিল। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটিতে দুষ্কৃতিকারীরা হামলা করে তছনছ করে দেয়। চুরি যায় ট্রফিগুলো। এমন অবস্থায় আকাশি-নীল জার্সিধারীদের দল গড়াই কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আজ ঘরোয়া মৌসুমকে সামনে রেখে ঠিকই দলবদল কিংবা নিবন্ধনের বাকি কাজ সেরেছে দলটি। তবে এই প্রথমবার আবাহনীতে নেই বিদেশি খেলোয়াড়!

আগেই ২১ জন স্থানীয় খেলোয়াড় নিবন্ধন করেছিল আবাহনী। আজ বাকি ১১ জনকে দলভুক্ত করা হয়েছে। এর মধ্যে বসুন্ধরা কিংস থেকে এসেছেন মোহাম্মদ ইব্রাহিম, শেখ রাসেলের সুমন রেজা আসাদুল মোল্লা ও মিরাজুলসহ অন্যরা। 

স্থানীয় খেলোয়াড়দের মধ্যে শেষ পর্যন্ত নেওয়া হয়নি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। যদিও শুরুর দিকে তাকে নেওয়া নিশ্চিত করা হয়েছিল। আজ তার নাম নিবন্ধন করা হয়নি। 

বিদেশি খেলোয়াড় ছাড়াই আসন্ন মৌসুমে খেলবে আবাহনী। দলটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পরিবর্তিত অবস্থায় আর্থিক সংকট থাকার কারণে আমরা এবার কোনও বিদেশি খেলোয়াড় দলভুক্ত করতে পারিনি। স্থানীয় খেলোয়াড়দের নিয়েই ঘরোয়া ফুটবলে খেলতে হবে। এছাড়া কিছু করার নেই। অনেক চেষ্টা করেও কিছু করা যায়নি।’

তবে এই দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়া যে কঠিন তা বুঝতে পারছেন তিনি, ‘এখন কতদূর যেতে পারবো জানি না। অনুশীলন শুরু হোক। দেখা যাক। এবার না হয় দেখি, স্থানীয় খেলোয়াড়দের নিয়ে কতদূর এগিয়ে যাওয়া যায়।’

দলটির কোচ কে হবেন, তাও চূড়ান্ত হয়নি। বিদেশি কোচও আনা হচ্ছে না। তবুও অচিরেই অনুশীলন শুরু করার আভাস দিয়েছেন ম্যানেজার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিয়েছে আবাহনী
১০ জনের আবাহনী টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফাইনালে
ব্রাজিলিয়ান রাফায়েলকে নিয়ে চোট জর্জর কিংসের বিপক্ষে জয়ের আশা আবাহনীর
সর্বশেষ খবর
বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেফতার
বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেফতার
দুই দেশের অগ্রাধিকারের মাঝে মিল খুঁজে বের করবে ঢাকা-ওয়াশিংটন
দুই দেশের অগ্রাধিকারের মাঝে মিল খুঁজে বের করবে ঢাকা-ওয়াশিংটন
বৃহস্পতিবার থেকে সহকারী শিক্ষকদের আন্তঃজেলা অনলাইন বদলি শুরু
বৃহস্পতিবার থেকে সহকারী শিক্ষকদের আন্তঃজেলা অনলাইন বদলি শুরু
ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য, বিক্রি করেছেন চেয়ারম্যান
ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য, বিক্রি করেছেন চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক