X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘আরেকটি সুযোগ হাতছাড়া’

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ০৩:৪৯আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৩:৪৯

কদিন আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে ঘুরে দাঁড়িয়ে জিতেছিল ইংল্যান্ড। ফাইনালে তারা পিছিয়ে পড়লেও সমতা ফিরিয়ে আশা জাগায়। বদলি নামা কোল পালমারের ওই গোল বিফলে যায়। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে ইংলিশদের হৃদয় কাঁপিয়ে গোল করে স্পেন। টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনাল খেলেও মেজর টুর্নামেন্টে ৫৮ বছরের শিরোপা খরা ঘুচাতে পারলো না ইংল্যান্ড।

ম্যাচের পর ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি কেইন বিষণ্ন হৃদয়ে বলেছেন, ‘আমাদের সবার অনুভূতি এখন কী, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। বেশ কঠিন একটা ম্যাচ। ম্যাচে ফেরার জন্য আমরা ভালো করেছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে সংগ্রাম করতে হেয়ছে। শেষ দিকে গোল খাওয়া হজম করা সত্যিই কঠিন।’

টানা দুই ইউরো ফাইনালে ১৮১ মিনিট খেলেছেন কেইন। সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ তিনি। দুই ফাইনালে মাত্র একটি শট, প্রতিপক্ষের বক্সে কেবল একবার বলে পা ছোঁয়াতে পেরেছেন এবং বল স্পর্শ করেছেন মাত্র ৫৮ বার। বার্লিনের ফাইনালে তিনি ৬০ মিনিট খেলেই মাঠ ছাড়েন।

আরেকটি সুযোগ হারানোর দুঃখ তার, ‘টুর্নামেন্টের পুরোটা সময় আমরা পেছন থেকে ফিরে এসেছি এবং জিতেছি। স্পেনের বিপক্ষে প্রথমার্ধে আমরা ভুগেছিল। বল পায়ে রাখতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি এবং গোলও পেলাম।  কিন্তু একটি ক্রসে আমরা ধরা খেলাম, ফাইনাল এমনই। আরেকটি সুযোগ হাতছাড়া। ফাইনালে ওঠা সহজ নয়। এই সুযোগ পেলে লুফে নিতে হয়। আমরা আবারও পারলাম না। এটা অনেক বেদনাদায়ক। অনেক দিন এটা কষ্ট দেবে।’

গ্যারেথ সাউথগেটের ভবিষ্যৎ নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বললেন, ‘গ্যারেথ হয়তো সময় নিয়ে সিদ্ধান্ত নিবে। তার জন্য আমরা শিরোপা জিততে চেয়েছিলাম।’

ইংলিশ কোচকেও তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন শুনতে হলো। সাউথগেট বললেন, ‘আমি মনে করি না এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা ভালো সময়। সঠিক ব্যক্তির সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলবো। এখনকার জন্য এই প্রশ্নের উত্তর নয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
অবসরের ঘোষণা শাকিরির
সর্বশেষ খবর
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা!
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা!
সার্ককে পুনরুজ্জীবনে কাজ করবে বাংলাদেশ ও নেপাল
সার্ককে পুনরুজ্জীবনে কাজ করবে বাংলাদেশ ও নেপাল
চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
বিমান হামলার চেয়ে দুর্ভিক্ষকে বেশি ভয় পাচ্ছেন গাজাবাসী
গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধবিমান হামলার চেয়ে দুর্ভিক্ষকে বেশি ভয় পাচ্ছেন গাজাবাসী
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ