X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

ডাচদের ইউরো শুরু হচ্ছে আজ!

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৪, ১৫:১৫আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৫:১৫

এবারের ইউরোতে এখন পর্যন্ত নিজেদের মেলে ধরতে পারেনি নেদারল্যান্ডস। এক জয় আর এক ড্রয়ে তৃতীয় সেরা দলের অন্যতম হয়ে শেষ ষোলোয় উঠেছে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মঙ্গলবার তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টে চমক দেখিয়ে চলা রোমানিয়া। মিউনিখে ম্যাচটা শুরু হবে রাত ১০টায়।

এবারের ইউরোতে রোমানিয়াকে সারপ্রাইজ প্যাকেজ বলা হচ্ছে। ‘ই’ গ্রুপ থেকে বেলজিয়ামকে টপকে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় নাম লিখিয়েছে তারা। তাও আবার সেটা করেছে ২০০০ সালের পর।    দলটির বিপক্ষে নিজেদের মেলে ধরতে ডাচদের নিখুঁত পারফরম্যান্সের বিকল্প নেই। কারণ পুরো টুর্নামেন্টেই তাদের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-২ গোলে হারটা তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সেই কারণেই নেদারল্যান্ডসের ইউরো মাত্রই শুরু হচ্ছে বলে মনে করেন দলটির তারকা ফরোয়ার্ড মেমফিস দেপাই। তার মতে এখন আর কোনও ভুল গ্রহণযোগ্য নয়, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে ভুল থেকে আমরা শিক্ষা নিচ্ছি। আমরা নিজেদের নিয়ে আলোচনা করেছি, সমালোচনা করেছি। এটা খুবই স্বাভাবিক ফলাফল পক্ষে না এলে দলে বিরোধ থাকবে। থাকবে অসন্তোষ। কিন্তু সেগুলো এখন পেছনে পড়ে গেছে। আমরা ভীষণ উজ্জীবিত এবং লড়াইয়ের জন্য মুখিয়ে। আমাদের টুর্নামেন্ট তো মাত্র শুরু।’

বড় টুর্নামেন্টে মাত্র দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে এই দুই দল। সর্বশেষ ইউরোর গ্রুপ পর্বে ২০০৮ সালে কমলা শিবির তাদের মুখোমুখি হয়েছে। তাতে নেদারল্যান্ডস জিতেছে ২-০ গোলে। তবে মুখোমুখি লড়াইয়ে ডাচদের পাল্লাই ভারি। সব মিলে ১৪বারের দেখায় রোমানিয়ার জয় মাত্র একটি। ড্র হয়েছে ৩টি। বিপরীতে ডাচরা জিতেছে ১০ ম্যাচে।

নেদার‌ল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ৪ ম্যাচেও জয় নেই রোমানিয়ার। তবে এই টুর্নামেন্টে চমক দেখানো দলটি এখানেই থেমে থাকতে চায় না। যেতে চায় আরও দূর। দলটির কোচ অ্যাডওয়ার্ড ইয়োরদানেস্কু বলেছেন, ‘আমরা ভবিষ্যতে কী করবো জানি না। তবে নকআউটে পৌঁছাতে পারায় দারুণ খুশি। আমরা আরও দূরে যেতে চাই।’   

/এফআইআর/
সম্পর্কিত
হৃদয় দিয়ে খেলেই তুরস্কের এমন জয় 
ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?
দেমিরালের ইতিহাস গড়া গোলে কোয়ার্টার ফাইনালে তুরস্ক
সর্বশেষ খবর
মারা গেলেন শতবর্ষী অভিনেত্রী
মারা গেলেন শতবর্ষী অভিনেত্রী
বিসিবির কোচিং প্যানেলে বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার
বিসিবির কোচিং প্যানেলে বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার
আদালতকে ব্যবহার করে সরকার কোটার বিষয়টি সামনে এনেছে: বাংলা ট্রিবিউনকে নুর
আদালতকে ব্যবহার করে সরকার কোটার বিষয়টি সামনে এনেছে: বাংলা ট্রিবিউনকে নুর
১০ মিনিট পর জানা গেলো শিক্ষার্থীদের হাতে পুরনো সিলেবাসের প্রশ্ন!
১০ মিনিট পর জানা গেলো শিক্ষার্থীদের হাতে পুরনো সিলেবাসের প্রশ্ন!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
কোটা বাতিলের দাবিতে আন্দোলনঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক