X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৮ আষাঢ় ১৪৩১

ইতালির বিদায়ে তোপের মুখে স্পালেত্তি 

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪, ১২:১৭আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:১৭

বিগত দুই বিশ্বকাপ খেলতে পারেনি ইতালি। ফুটবলের অন্যতম পরাশক্তিরা যে সুদিন হারাতে বসেছে তার প্রমাণ চলতি ইউরোর আসর। দুই দশকে এই প্রথমবার ইউরোপের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। ভাবা যায়! 

শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে হেরে এখন রীতিমতো তোপের মুখে দলটির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইতালির সংবাদ মাধ্যম তার কোচ থাকা নিয়েও প্রশ্ন তুলেছে। বিশেষ করে তার কৌশল আর একাদশে বার বার কাটছাঁট জন্ম দিয়েছে বিতর্কের। হারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের জানানো হয়, ইতালির ফুটবল ফেডারেশনের সঙ্গে সার্বিক পরিস্থিতির মূল্যায়নে হয়তো বসতে পারেন স্পালেত্তি। ইতালির কোচ অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু বলতে চাইলেন না। ভাসা ভাসাভাবে শুধু বলেছেন, ‘আমাদের পরিবর্তন আনতে হবে।’ সব দায়ভার নিজের কাঁধে নিয়ে স্পালেত্তি বলেছেন, ‘যা হয়েছে তার সম্পূর্ণ দায়ভার আমার। খেলোয়াড়রা আমার, আমিই তাদের বেছে নেই। আজ যেভাবে খেলেছি, তাতে মোটেও সন্তুষ্ট নই। এমনকি স্পেনের বিপক্ষেও নিজেদের খেলা নিয়ে খুশি ছিলাম না।’

খুব বেশিদিন হয়নি স্পালেত্তি দায়িত্ব নিয়েছেন। সময়টা এক বছরেরও কম। তাই সব কিছুকে এভাবেই ব্যাখ্যা করলেন তিনি, ‘যেসব কোচরা এখানে এসেছে, তারা এরই মধ্যে ইউরোর আগে ২০ ম্যাচে দায়িত্ব পালন করেছে। কেই কেউ ৩০টি। আর আমি মাত্র ১০টি... তাছাড়া আমাদের বেশ কিছু খেলোয়াড় ইনজুরি আক্রান্ত। যাদের ওপর আমি ভরসা করেছিলাম।’

অথচ গতবার যেভাবে শিরোপা জিতেছে তাতে ইতালিয়ান ফুটবলের পুনর্জাগরণ দেখছিলেন অনেকে। কিন্তু এবার আলবেনিয়ার বিপক্ষে ২-১ গোলের পর দ্রুতই অবনতি হয়েছে ইতালির পারফরম্যান্স! স্পেনের কাছে হারের ব্যবধান ছিল ১-০। তাও গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা দৃঢ়তার কারণে। নাহলে পরাজয়ের ব্যবধান বাড়তে পারতো। তাছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র পেতে অপেক্ষায় থাকতে হয় ৯৮ মিনিট পর্যন্ত। সেই ড্রয়ের সুবাদেই শেষ ষোলোতে নাম লেখায় ইতালি। দলটির অধিনায়ক দোন্নারুম্মার পারফরম্যান্স-ই আলো ছড়িয়েছে শুধু। তাছাড়া পুরো টুর্নামেন্টে আহামরি ছিল না তারা। বিদায় নেওয়ার পর দোন্নারুম্মা হতাশার কথা গোপন করেননি, ‘এটা সত্যিই কষ্টের। এমন বিদায়ে সবার কাছে শুধু ক্ষমাই চাইতে পারি। আজকে পুরোপুরি ব্যর্থ ছিলাম আমরা। প্রতিপক্ষ জয়ের যোগ্য ছিল।’

/এফআইআর/  
সম্পর্কিত
পর্তুগালকে জিতিয়ে কস্তা বললেন, ‘আমার জীবনের সেরা ম্যাচ’ 
টাইব্রেকারে স্লোভেনিয়াকে হারিয়ে শেষ আটে পর্তুগাল
বেলজিয়ামের আত্মঘাতী গোল ফ্রান্সকে তুললো কোয়ার্টার ফাইনালে
সর্বশেষ খবর
ট্রলারে ডাকাত দলের হামলা, নদীতে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ট্রলারে ডাকাত দলের হামলা, নদীতে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৮
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৮
সর্বাধিক পঠিত
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
সংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
প্রতিবাদলিপির বিষয়ে বললেন এসবি প্রধানসংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
জব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
অনুসন্ধানে দুদকজব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
গরু মাফিয়া: এতদিন কোথায় ছিলেন?
গরু মাফিয়া: এতদিন কোথায় ছিলেন?
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন