X
শনিবার, ২৯ জুন ২০২৪
১৫ আষাঢ় ১৪৩১

পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে জর্জিয়া, সঙ্গে তুরস্ক

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৪, ০২:৫৪আপডেট : ২৭ জুন ২০২৪, ০৩:৩৩

টানা দুটি ম্যাচ জিতে ইউরোর শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল পর্তুগাল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। জর্জিয়ার বিপক্ষে ছিল মর্যাদার লড়াই, শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করার তাগাদা। সেই ম্যাচে হেরে গেলো পর্তুগিজরা। অঘটন ঘটিয়ে দিলো জর্জিয়া। ৭৪ নম্বর র‌্যাঙ্কিংধারী দলটি ২-০ গোলে ষষ্ঠ র‌্যাঙ্কিংয়ে থাকা দলকে হারিয়ে উঠে গেলো শেষ ষোলোতে। ‘এফ’ গ্রুপ থেকে পর্তুগাল ও জর্জিয়ার সঙ্গে নকআউট নিশ্চিত করেছে তুরস্ক। ইনজুরি টাইমের গোলে ১০ জনের চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ তারা।

তিন ম্যাচে ৬ পয়েন্ট পর্তুগালের। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় তুর্কিরা। আর ৪ পয়েন্ট নিয়ে সেরা চার তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে জর্জিয়া।

জর্জিয়ার কাছে পর্তুগালের হার র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ইউরোতে সবচেয়ে বড় অঘটন। চলতি আসরে ৪৮তম র‌্যাঙ্কিংধারী স্লোভাকিয়ার কাছে তিনে থাকা বেলজিয়ামের হার পেছনে পড়ে গেলো। 

তুরস্কের কাছে হার দিয়ে শুরু, চেক রিপাবলিকের সঙ্গে ড্র। গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে অবিশ্বাস্য জয়। ইউরো অভিষেকেই এমন সাফল্য জর্জিয়ান ফুটবলে স্মরণীয় হয়ে থাকবে বহুকাল। 

পর্তুগারকে দ্বিতীয় মিনিটেই ব্যাকফুটে ফেলে দেয় জর্জিয়া। খভিচা কারাৎসখেলিয়া ৯৩ সেকেন্ডের মাথায় পর্তুগালের জালে বল জড়িয়ে দেন। অ্যান্তনিও সিলভা ভুল পাস দেন প্রতিপক্ষ খেলোয়াড় জর্জেস মিকাউতাদজেকে। সামনে এগিয়ে গিয়ে বক্সের বাঁ দিকে তিনি বল বাড়ান। কোনাকুনি শটে কারাৎসখেলিয়া ইউরোর ইতিহাসে পঞ্চম দ্রুততম গোলে এগিয়ে দেন জর্জিয়াকে।

পর্তুগাল গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ান জর্জিয়ান গোলকিপার জর্জি মামারদাশভিলি। ১৭ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক উঁচুতে লাফিয়ে প্রতিহত করেন। বিরতির পর ফিরে ৪৭তম মিনিটে জোয়াও নেভেসের কর্নার কিকে বল পেয়ে শট নেন পর্তুগিজ অধিনায়ক, জর্জিয়ান ডিফেন্ডার গুরাম কাশিয়া ব্লক করেন।

৫৩ মিনিটে অ্যান্তোনিও সিলভা আবারও ভুল করে বসেন। বক্সের মধ্যে আগুয়ান লোচোশভিলিকে ট্যাকল করেন। রেফারি ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান। ৫৭ মিনিটে মিকাউতাদজে স্পট কিক থেকে ডান দিক দিয়ে জাল কাঁপান। চলতি আসরে তৃতীয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে থাকলেন তিনি।

দুই গোলে পিছিয়ে থাকার হতাশা নিয়ে রোনালদো ৬৫তম মিনিটে গনসালো রামোসের বদলি হয়ে মাঠ ছাড়েন।

শেষ দিকে পর্তুগাল মুহুর্মুহু আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি। মামারদাশভিলি দারুণ প্রচেষ্টায় ইনজুরি টাইমের প্রথম মিনিটে নেলসন সেমেদোকে রুখে দেন।

রেকর্ড হলুদ কার্ডের ম্যাচে তুরস্কের নাটকীয় জয়

গ্রুপের আরেক ম্যাচে রেফারি রেকর্ড সংখ্যকবার হলুদ কার্ড বের করেছেন। মাঠেই তুরস্কের ১০ জনকে হলুদ কার্ড দেখান ইস্তোভান কোভাকস। চেক রিপাবলিকও কম যায়নি। তাদের দুজন খেলোয়াড়কে লাল কা্র্ড দেওয়া হয়েছে। এছাড়া চেকদের বেঞ্চের তিন জনসহ পাঁচটি হলুদ কার্ড দেখেন।

ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়া। ২০ মিনিটে অ্যান্তনিন বারাক লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে হাকান কালহানোগলুর গোলে এগিয়ে যায় তুরস্ক। ৬৬ মিনিটে টমাস সোসেক চেকদের সমতায় ফেরান। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জেঙ্ক টোসান করেন তুরস্কের জয়সূচক গোল। 

ইনজুরি টাইমের অষ্টম মিনিটে চেক ফরোয়ার্ড থমাস কোরি লাল কার্ড দেখলে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা উত্তাপ ছড়ায়।

/এফএইচএম/
সম্পর্কিত
আজ শুরু ইউরোর শেষ ষোলোর লড়াইডেনমার্কের প্রেরণা ১৯৯২, কঠিন প্রতিপক্ষ মানছে জার্মানি
ইউরো ক্যাম্পে মাধ্যমিক পরীক্ষায় পাসের খবর পেলেন ইয়ামাল!
সামনে লাফিয়ে পড়লেন এক ভক্ত, অল্পের জন্য আহত হননি রোনালদো
সর্বশেষ খবর
গৃহকর্মী শিশু আরিফা ধর্ষণের শিকার?
গৃহকর্মী শিশু আরিফা ধর্ষণের শিকার?
কেন একসঙ্গে স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নিলেন তারা?
কেন একসঙ্গে স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নিলেন তারা?
কাজ শেষ হওয়ার আগেই দেবে গেলো সেতুর পিলার, তদন্তে কমিটি
কাজ শেষ হওয়ার আগেই দেবে গেলো সেতুর পিলার, তদন্তে কমিটি
জালিলি-পেজেশকিয়ানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনজালিলি-পেজেশকিয়ানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
সর্বাধিক পঠিত
ফের প্রেক্ষাগৃহে ছুটলেন শাকিব খান
ফের প্রেক্ষাগৃহে ছুটলেন শাকিব খান
গ্যাস্ট্রিকের সহজ ঘরোয়া চিকিৎসা জেনে নিন
গ্যাস্ট্রিকের সহজ ঘরোয়া চিকিৎসা জেনে নিন
‘আমার স্বামীর যৌন চাহিদা অনেক বেশি’
‘আমার স্বামীর যৌন চাহিদা অনেক বেশি’
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৪)
বাস উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ
বাস উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ