X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা কঠিন ছিল, বলছেন সাদ-মোরসালিনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ২০:০৪আপডেট : ০৬ জুন ২০২৪, ২০:০৪

বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে ফল কেমন হতে পারে এ নিয়ে দুশ্চিন্তা ছিল বাংলাদেশের খেলোয়াড়দের মাঝেও। তবে কিংস অ্যারেনাতে স্বাগতিকরা সাধ্যমতো লড়াই করেছে। দুই গোলের বেশি হজম করতে হয়নি। এমন ফলে লাল-সবুজ দলের খেলোয়াড়রা সন্তুষ্টির পাশাপাশি আক্ষেপও করেছেন কিছুটা।

গোলকিপার মিতুল মারমা যেমন বলেছেন, ‘এটা অনেক চ্যালেঞ্জিং। যে যার চেয়ে সেরা। বিশ্বকাপে খেলা টিম। ওদের সঙ্গে খেলা কঠিন। তারপরও চেষ্টা করেছি সেরাটা দেওয়ার।’

ডিফেন্ডার সাদ উদ্দিন মনে করছেন তাদের ভাগ্য খারাপ, ‘টিম ভালো পারফরম্যান্স করেছে। গোলগুলো দুর্ভাগ্যজনক। তারপরও আমাদের টিম খুব ভালো খেলেছে। দুর্ভাগ্য যে হেরে গেছি। আমি এই ফল নিয়ে খুব খুশি। ওরা লড়াই করেছে গোলের জন্য। আমরাও গোলের সুযোগ তৈরি করেছি। আজ আমাদের ডিফেন্ডিং খুব ভালো হয়েছে। লেবাননের সঙ্গে খুব ইতিবাচক খেলার চেষ্টা করবো। টার্গেট থাকবে জিতে আসার।’

দীর্ঘদিন পর মাঠে নেমে মোরসালিন খুশি। তবে আজ নিজের সেরাটা দিতে পারেননি। তারপরও খুশি এই তারকা, ‘আমরা খুবই খুশি। খুব ভালো ডিফেন্ডিং করেছি। সুযোগ তৈরি করেছিলাম। গোল করলে হয়তো ভালো লাগতো। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা নিজেদের ও কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। মেলবোর্নে ছিলাম না আমি। আজ নিজের পারফরম্যান্স নিয়ে খুশি। তবে দল হিসেবে খেলে খুব ভালো করেছি। চেষ্টা থাকবে আরও ভালো করার। এই ম্যাচের আত্মবিশ্বাস অবশ্যই কাজে লাগবে। আজ যেভাবে লড়াই করেছি, লেবাননের সঙ্গে যে করেই হোক পয়েন্ট নিতে হবে।’

বাংলাদেশ নিজেদের ভুলে দুটি গোল হজম করেছে। তার জন্য আফসোস ঝরলো সোহেল রানার কণ্ঠে, ‘ আমরা দুটি ছোট ভুলে গোল খেয়েছি। ছোট বলতে দ্বিতীয় গোলের আগে ফাউল ছিল। ধাক্কা দিয়েছে ওরা পেছন থেকে। ফাউল দেয়নি রেফারি। এছাড়া ওদের সঙ্গে আমরা ভালোই খেলেছি। ওরা ফ্রি খেলে গোল করতে পারেনি। যে ৩-৪টি সুযোগ পেয়েছে, ফাঁকা জায়গা থেকে গোল করেনি। এখন লক্ষ্য লেবাননের সঙ্গে ভালো করার। চাইবো পয়েন্ট নেওয়ার জন্য।’ 

কার্ড সমস্যার কারণে মাঠের বাইরে থেকে খেলা দেখেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তার দৃষ্টিতে ম্যাচটি নিয়ে মূল্যায়ন, ‘ওদের মাঠে হেরেছি। আমাদের পক্ষে ছিল না অনেক কিছু। কিন্তু আজ অসাধারণ খেলেছে সবাই। ওদের র‌্যাঙ্কিং ২৪। আমাদের ১৮৪। সে হিসেবে খুব ভালো খেলেছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ডাকাতদের হামলায় আহত সাবেক ফুটবল তারকা রবার্তো ব্যাজিও
শুক্রবার সকালে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু কোপা, দেখবেন কোথায়?
বেলিংহামের গোলে সার্বিয়াকে হারিয়ে ইংল্যান্ডের শুরু
সর্বশেষ খবর
অলিম্পিকে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের দ্রুততম মানব
অলিম্পিকে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের দ্রুততম মানব
বর্ষায় জুতা দুর্গন্ধমুক্ত রাখবেন যেসব উপায়ে
বর্ষায় জুতা দুর্গন্ধমুক্ত রাখবেন যেসব উপায়ে
দুর্নীতির অভিযোগে বদলি, বরখাস্ত ও অবসর যথেষ্ট নয়: টিআইবি
দুর্নীতির অভিযোগে বদলি, বরখাস্ত ও অবসর যথেষ্ট নয়: টিআইবি
ইউপিতে নিয়োগ হবে প্রশাসক: সংসদে বিল পাস
ইউপিতে নিয়োগ হবে প্রশাসক: সংসদে বিল পাস
সর্বাধিক পঠিত
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
সংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
প্রতিবাদলিপির বিষয়ে বললেন এসবি প্রধানসংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের