X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

ঢাকায় ভেন্যু সংকট, নারীদের  সাফ চলে গেলো কাঠমান্ডুতে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ১৬:০০আপডেট : ০৩ জুন ২০২৪, ১৬:০০

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ এবার ঢাকায় হওয়ার কথা ছিল। তার জন্য দৌড়-ঝাঁপও কম হয়নি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রথম পছন্দ থাকলেও সংস্কারের কারণে সেটা বাদ দিতে হয়েছে। দ্বিতীয় পছন্দ হিসেবে কিংস অ্যারেনা ছিল তালিকায়। কিন্তু সেটা আবার নানান কারণে সাফ কর্তৃপক্ষের পছন্দ নয়। তাই এবার ১৭-৩০ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে নেপালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। আজ সোমবার সাফের কম্পিটিশন কমিটির সভায় এর নিষ্পত্তি হয়েছে। 

২০২২ সালে কাঠমান্ডুতেই নারীদের সাফ জিতেছে বাংলাদেশ। এবার সেখানেই আবার ট্রফি ধরে রাখার মিশন। সাফের আয়োজক হিসেবে বাংলাদেশ ও নেপাল ছাড়াও ছিল ভুটানের নাম। তবে সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই টুর্নামেন্টে সাতটি দেশই অংশগ্রহণ করবে। ভিসা, বিমান টিকিট ও স্টেডিয়ামে সাফের কর্তৃত্বসহ সব কিছু বিবেচনা করেই কাঠমান্ডুকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া কিছু করার ছিল না। আমাদের তো সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’ 

এরপরই ভেন্যু বাছাই নিয়ে তার যুক্তি, ‘ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। এটাকে বছরের শেষ দিকে ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই। কিংস অ্যারেনা হলো বেসরকারি স্টেডিয়াম। সেখানে এতো বড় টুর্নামেন্ট আয়োজন করা সবদিক মিলিয়ে কঠিন। তাছাড়া ভুটানে বিমান যোগাযোগে সমস্যা রয়েছে। প্রতিদিন ফ্লাইট নেই। কাঠমান্ডু সবদিক দিয়ে ঠিক আছে। তাই ওখানেই আবার সাফ হচ্ছে।’

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ড্র ৮ জুন ঢাকায় হবে।নারী সাফের পাশাপাশি আরও দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে এদিন। একই দিন সাফের কংগ্রেসও হবে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
লেবাননকে ‘না’ করে বাংলাদেশ-ভুটানের বিপক্ষে খেলবে নেপাল
দেড় মিলিয়ন ডলার পেলেই সাফ চ্যাম্পিয়নশিপে আসছে ভিন্নতা
ভুটান ম্যাচ নিয়ে মন্তব্য করতে চান না বাংলাদেশ কোচ
সর্বশেষ খবর
ট্রেনে কি আমরা এখনও ‘বিবি তালাকের ফতোয়া’ই খুঁজবো?
ট্রেনে কি আমরা এখনও ‘বিবি তালাকের ফতোয়া’ই খুঁজবো?
ছিনতাইয়ে জড়িত ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করলো জাবি 
ছিনতাইয়ে জড়িত ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করলো জাবি 
বিএনপি এখন বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে
বিএনপি এখন বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে
জবানবন্দিতে যা জানিয়েছে মোস্তাফিজ ও ফয়সাল
এমপি আনার হত্যাজবানবন্দিতে যা জানিয়েছে মোস্তাফিজ ও ফয়সাল
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ