X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ভারতের বিপক্ষে গোল করা সেই ডিফেন্ডার এবার আবাহনীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৪, ১৬:৩৬আপডেট : ৩১ মে ২০২৪, ১৬:৩৬

একসময় দুই লাখ ডলারের রিলিজ ক্লজ ছিল ইয়াসিন আরাফাতের ওপর। এনিয়ে তখন হইচই কম হয়নি। সাইফ স্পোর্টিং থেকে বসুন্ধরা কিংসে টানা তিন বছর খেলে এবার আলোচিত ডিফেন্ডার দেশের আরেক ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেডে। বাংলা ট্রিবিউনকে এই খবর নিশ্চিত করেছেন ২২ বছর বয়সী লেফটব্যাক।

ইয়াসিনের বড় গুণ হলো রক্ষণ সামলে দ্রুত ওভারল্যাপ করে উঠতে পারেন। আর সুযোগ পেলেই লক্ষ্যভেদ করার প্রাণান্তকর চেষ্টা তার। ঘরোয়া ফুটবলের পাশাপাশি ২০২১  সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ম্যাচে সমতাসূচক গোল করে সেই আস্থারই প্রতিদান দিয়েছিলেন!

তবে বেশ কিছু দিন হলো জাতীয় দলে অনিয়মিত আরাফাত। পাশাপাশি কিংসের হয়ে একাদশে সুযোগ সেভাবে কম পাচ্ছিলেন।  এবার তাই কিংস থেকে আকাশী-নীল জার্সির হয়ে নতুন মৌসুমে মাঠে নামতে যাচ্ছেন।

বাংলা ট্রিবিউনকে নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ফুটবলার বলেছেন, ‘নতুন মৌসুমের জন্য আমি আবাহনী লিমিটেডের হয়ে খেলবো। এটা নিশ্চিত। আসলে যেখানে পুরোপুরি খেলার সুযোগ পাবো, সেখানেই যেতে চাই। আমার ক্যারিয়ার সামনে পড়ে আছে।  নিজেকে নতুনভাবে প্রমাণ করে আবার জাতীয় দলে ফেরার পণ।’

এদিকে ইয়াসিন ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ বসুন্ধরা কিংস। অসাধারণ, দুর্দান্ত এবং অবিশ্বাস্য একটি যাত্রা ছিল। সেই প্রথম থেকে শেষ দিন পর্যন্ত অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। অনেক নতুন কিছু শিখেছি, নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরছি। যখনই সুযোগ পেয়েছি দলে অবদান রাখতে সর্বোচ্চ নিংড়ে দিয়েছি। কখনও পেরেছি, আবার কখনও পারিনি।’

‘আধুনিক সুযোগ-সুবিধা, অনুশীলনে ভিন্ন মাত্রা নিয়ে আসা, পুনর্বাসন প্রক্রিয়ায় নতুনত্ব, এসব নিয়েই বসুন্ধরা কিংস অন্যদের থেকে আলাদা।’

‘তিনটা বছর এখানে কাটিয়েছি। সময় এসেছে নতুন চ্যালেঞ্জের। আগামী মৌসুমে তাই নতুন এক গন্তব্য বেছে নিয়েছি। বসুন্ধরা কিংসে কাটানো সময়গুলো কখনো ভুলতে পারবো না। ধন্যবাদ আমার সতীর্থ, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, বলবয় থেকে শুরু করে দলের সঙ্গে জড়িত সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
কিংসের চ্যালেঞ্জ ছাপিয়ে ‘হ্যাটট্রিক জয়ে’ ট্রফি হাতে চায় আবাহনী
ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিয়েছে আবাহনী
১০ জনের আবাহনী টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফাইনালে
সর্বশেষ খবর
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়
চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ