জার্মান ফুটবলে বায়ার্ন মিউনিখের আধিপত্যে ধস নামার পর থমাস টুখেলের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বাভারিয়ানদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। নতুন কোচ হিসেবে হাই প্রোফাইল কাউকে আশা করছিলেন মিউনিখ ভক্তরা। কিন্তু গুঞ্জন ওঠে, ভিনসেন্ট কোম্পানিকে কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে তারা। বুধবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বায়ার্ন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে বেলজিয়ামের সাবেক ডিফেন্ডারের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করার খবর নিশ্চিত করেছে।
বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটির সাবেক তারকা কোম্পানি খেলোয়াড়ি জীবনে ছিলেন রক্ষণভাগের প্রাণ। সিটির জার্সিতে চারটি প্রিমিয়ার লিগসহ জিতেছেন ১২টি শিরোপা। ইংল্যান্ডে ঘরোয়া ফুটবলে নিজেকে খেলোয়াড় হিসেবে যতটা প্রতিষ্ঠিত করেছেন, ঠিক ততটাই ব্যর্থ হয়েছেন কোচ হিসেবে। তার অভিষেক মৌসুমে বার্নলিকে প্রিমিয়ার লিগে উন্নীত করলেও ইংল্যান্ডের শীর্ষ ক্লাব ফুটবলে তাদের স্থায়িত্ব ছিল মাত্র এক মৌসুম। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলি হয়েছে ১৯তম। অবনমিত হয়েছে দ্বিতীয় বিভাগে।
বেয়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো, জার্মানির জুলিয়ান নাগেলসম্যান ও অস্ট্রিয়ার রালফ র্যাগনিককে প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। তাদের সবাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল।
ম্যানসিটির হয়ে ১১ মৌসুমে ১২টি শিরোপা জিতেছিলেন কোম্পানি। দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন।