পিএসজির জার্সিতে প্যারিসে শেষ ম্যাচ খেলে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি ক্লাবের শীর্ষ গোলদাতা লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে না থাকার ঘোষণা দেন। গতকাল রবিবার ঘরের মাঠে তুলোসের বিপক্ষে পিএসজির একাদশ ঘোষণার পর তার নাম ধরে সমর্থকদের একাংশকে শিষ ও দুয়ো দিতে শোনা গেছে। কিন্তু কোচ লুইস এনরিকে বলেছেন, এমবাপ্পেকে উদ্দেশ্য করে ক্লাবের ভক্তদের কোনও দুয়ো শুনতে পাননি তিনি!
এই ম্যাচে এমবাপ্পে গোল করলেও তার দল হেরে গেছে ৩-১ গোলে। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে সমর্থকদের আচরণ প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমি কোনও দুয়ো শুনতে পাইনি। আমি তাদের কাছ থেকে সমর্থনের আওয়াজ শুনেছি। আমি শুনতে পেয়েছি করতালি, শ্লোগান ও উল্লাস, যা কিলিয়ানের প্রাপ্য। ভক্তরা সবসময়ের মতো দুর্দান্ত ছিল।’
ম্যাচের আগে ওয়ার্ম আপের জন্য ২৫ বছর বয়সী এমবাপ্পে মাঠে নামেন, তখন পিএসজির আলট্রা সাপোর্টার্স এমবাপ্পের ছবি সংবলিত বিশাল একটি ব্যানার তুলে ধরে, যেখানে লেখা, ‘প্যারিসের শহরতলি থেকে আসা এক শিশু, আপনি পিএসজির লিজেন্ড।’
এনরিকে বলেন, ‘আমি মনে করি এটা (শ্রদ্ধাঞ্জলি) ছিল চমৎকার এবং খুবই আন্তরিক। তার মানের একজন খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়া দারুণ। তরুণ হলেও সে নিঃসন্দেহে ক্লাবের একজন লিজেন্ড। আমাদের হাতে আরও কয়েকটি ম্যাচ আছে। তার ক্যারিয়ারের জন্য শুভ কামনা।’
এই মৌসুমের শেষ দিকে এমবাপ্পেকে মাঝেমধ্যে বদলি নামিয়ে সমালোচিত হয়েছিলেন এনরিকে। তুলোসের বিপক্ষে তাকে খেলান পুরো ৯০ মিনিট এবং করেন লিগের ২৭তম গোল। এই ম্যাচে এমবাপ্পেকে বদলি না করানো প্রসঙ্গে সাবেক বার্সা কোচ বলেছেন, ‘আমি তাকে মাঠ থেকে উঠিয়ে আনার কথা ভাবিনি কারণ যতবার এই কাজটা করেছি আপনারা (গণমাধ্যম) এনিয়ে নানা গুঞ্জন তুলেছেন। তাই আমি তাকে ৯০ মিনিট খেলিয়েছি, যাতে কেউ বিরক্ত না হয়।’