X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

মেসির সঙ্গে খেলতে লোভনীয় প্রস্তাব ফিরিয়ে মায়ামিতে আলবা

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১১:৪১আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:৪১

বার্সেলোনার সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে। জর্দি আলবা তারপর থেকে বেশ কয়েকটি লোভনীয় প্রস্তাব পান। কিন্তু জানতে পারেন সার্জিও বুশকেটস ও লিওনেল মেসি যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। আমেরিকান ক্লাবটিও আগ্রহ প্রকাশ করলে আর দেরি করেননি। এমনকি বেশ কয়েকটি বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, শুধু মেসির সঙ্গে একই ক্লাবে খেলবেন বলে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পা রাখেন বুশকেটস ও মেসি। তাদের সাবেক সতীর্থ আলবা বেশ পরেই এসেছেন। নতুন করে বাবা হয়েছেন তিনি। এজন্য তার পরিচয় পর্ব পিছিয়ে যায়। 

মঙ্গলবার সাবেক বার্সা ডিফেন্ডারকে ভক্ত-সমর্থকদের সামনে উপস্থাপন করে মায়ামি। সেখানেই তিনি জানান, কেন এমএলস ক্লাবকে বেছে নিয়েছেন। মেসি তো বড় কারণ বটেই, পাশাপাশি মায়ামি যে গুরুত্ব দেখিয়েছে, সেটাও মুগ্ধ করেছে আলবাকে।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আনভেইলিং সেরেমনিতে আলবা বলেন, ‘আমার কাছে আরও বেশি টাকার প্রস্তাব এসেছিল, কিন্তু আমার জন্য অগ্রাধিকার হলো কারও কাছে গুরুত্বপূর্ণ অনুভব করা। আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই ক্লাব আমাকে পেতে সর্বোচ্চ চেষ্টা করেছিল।’

মেসি ও বুশকেটসের সঙ্গে আবার মিলিত হওয়ায় খুশি এই ডিফেন্ডার, ‘লিও ও বুসির সঙ্গে ইন্টার মায়ামিতে ফের মিলিত হওয়ায় আমি খুব খুশি। শুধু আমরা তিনজনই নয়, এখানকার প্রত্যেক খেলোয়াড় খুব ভালো, যারা আমাদের সব খেলা জেতাতে সহায়তা করবে। আমরা টাটাকে (জেরার্ডো মার্টিনো) জানি, তিনি আমাদের জানেন, আমি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়, এই প্রজেক্ট আমার জানা। এজন্যই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানে এসেছি কেবল তিন-চার দিন হলো। কিন্তু মনে হচ্ছে জীবনভর এখানে আছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল, ২০২৫)
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের