এই মৌসুমে পিএসজির লিগ ওয়ান জয়ে সবচেয়ে বড় অবদান কিলিয়ান এমবাপ্পের। এখন পর্যন্ত ২৮টি গোল করেছেন। লিগে সর্বোচ্চ স্কোরার হওয়ার পথেও আছেন তিনি। যার স্বীকৃতি হিসেবে লিগ ওয়ানে টানা চতুর্থবার মৌসুমসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
ভোটাভুটিতে এই পুরস্কার জয়ের পর এমবাপ্পে প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা ভীষণ আনন্দের। সব সময় জয়ের মাধ্যমে আমার নাম লিগের ইতিহাসে লিখতে চেয়েছি। তার পরেও আমার যত উচ্চাকাঙ্ক্ষা, সেই তুলনায় এতদ্রুত সব কিছু জয়ের প্রত্যাশা করিনি।’
এই মৌসুমে সব মিলিয়ে ৪০টি গোল করেছেন এমবাপ্পে। তাছাড়া পিএসজির সঙ্গে নতুন চুক্তিও আছে তার। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর আগামী বছরই চুক্তির মেয়াদ শেষ হবে যদি না ২০২৫ সাল পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেন। পুরস্কার অনুষ্ঠানে ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে এমবাপ্পে বলেছেন, ‘আগামী মৌসুমে আমি এখানেই খেলবো।’
১৯৯৪ সালে এই পুরস্কার চালুর পর এমবাপ্পেই প্রথম খেলোয়াড় যিনি পুরস্কারটি ৪বার জিতেছেন। পিএসজির হয়ে সর্বোচ্চ ৩বার এই পুরস্কার জয়ের কীর্তি আছে জ্লাতান ইব্রাহিমোভিচের।
তাছাড়া মৌসুমে সেরা দলে জায়গা পেয়েছেন পিএসজির ৪জন। সেখানে এমবাপ্পে ছাড়াও আছেন লিওনেল মেসি, আশরাফ হাকিমি ও নুনো মেন্ডেস। অপর দিকে লঁসেকে দুই দশক পর চ্যাম্পিয়নস লিগে ফিরিয়ে মৌসুম সেরা কোচ হয়েছেন দলটির কোচ ফ্রাঙ্ক হেইস।