এই বছরের ডিসেম্বরে হবে ক্লাব বিশ্বকাপের নতুন আসর। তার আয়োজক হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছে ফিফা।
আরব দেশটিতে ফুটবলের যে জাগরণ হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলো তারই ইঙ্গিতবহ। তিনদিন আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্রথমবার খেলে ইতিহাস গড়েছে দেশটির ক্লাব আল হিলাল।
অবশ্য সাম্প্রতিক বছরগুলোতেও স্পোর্টিং ইভেন্টগুলোয় বেশি মাত্রায় বিনিয়োগ বেড়েছে তাদের। বিপরীতে সমালোচনাও হচ্ছে। অনেকে বলছে, মানবাধিকার ইস্যুতে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এসব ইভেন্টকে ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ।
এই মাসে মেয়েদের ২০২৩ ফুটবল বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াও তাদের নিয়ে সমালোচনায় মুখর থেকেছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে এই ইভেন্টে সৌদি আরবের পর্যটন শিল্পকে অফিশিয়াল স্পন্সর হিসেবে ফিফা ঘোষণা করতে পারে। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এই দুটি দেশের আলাদা অবস্থান থাকায় তারা বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা ফিফার কাছে এ বিষয়ে স্পষ্ট জবাব জানতে চেয়েছে।
তাছাড়া এই মাসের শুরুতে ২০২৭ এশিয়ান কাপের আয়োজক হিসেবেও তাদের বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এবার ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে সৌদি আরবকে ক্লাব বিশ্বকাপের আয়োজক ঘোষণা করেছে। ৬টি মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে টুর্নামেন্ট শুরু হবে ১২ ডিসেম্বর।
ফিফা কাউন্সিল আরও জানিয়েছে, যৌথ আয়োজক হওয়ায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বনিয়ন্ত্রিত ভাবে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে।