X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

ব্রাজিলিয়ানের জোড়া গোলে জয়রথ ছুটছে কিংসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২০

বসুন্ধরা কিংসের জয়রথ ছুটছেই। বর্তমান চ্যাম্পিয়নদের কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতনের জোড়া গোলে অস্কার ব্রুজনের দল সহজেই হারিয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। জয়ের ব্যবধান ৩-০।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচ জিতলেও তপু-সুমনদের গোল পেতে বেশ সময় লেগেছে। ম্যাচের প্রথম গোলটি আসে ৩৭ মিনিটে। পোস্টের বাইরে থেকে বল পেয়ে উজবেকিস্তানের আশররভ গফুরভ বুলেট গতির শটে দলকে এগিয়ে নেন। গোলকিপার মোহাম্মদ নাইম বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও কিছুই করতে পারেননি। এক গোলে পিছিয়ে থেকে শেখ জামাল ম্যাচে ফিরে আসার চেষ্টা করে।

৫৯ মিনিটে ওতাবেকের বক্সের বাইর থেকে নেওয়া জোরালো শট গোলকিপার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করে ম্যাচে সমতা আনতে দেননি। তবে পরের মিনিটে কিংস আবারও এগিয়ে যায়। প্রতি আক্রমণ থেকে মিগুয়েল ফিগেইরার পাসে দোরিয়েলতন পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার নাইমের পাশ দিয়ে সহজেই জড়িয়ে দেন জালে।

৭৪ মিনিটে তৃতীয় গোল করে শেখ জামালকে ম্যাচ থেকে ছিটকে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। বক্সের ভেতরে বল পেয়ে দোরিয়েলতন ক্ষিপ্রতায় জায়গা করে নিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জাল কাঁপান। গোলকিপার কিছুই করতে পারেননি।

দিনের অন্য ম্যাচে পুলিশ এসসি ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে। রহমতগঞ্জও ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

লিগে ৯ ম্যাচে সবকটিতে জিতে বসুন্ধরা ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। এক ম্যাচ কম খেলে শেখ জামাল তিন জয় ও ড্র এবং দ্বিতীয় হারে আগের ১২ পয়েন্টই ভরসা। রহমতগঞ্জ ৮ পয়েন্ট,চট্টগ্রাম আবাহনী ৪,পুলিশ এফসি ১৫ ও মুক্তিযোদ্ধা ৭ পয়েন্ট পেয়েছে।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে সাফের আগে বাংলাদেশের জোর প্রস্তুতি
ভারতে সাফের আগে বাংলাদেশের জোর প্রস্তুতি
ভোজ্যতেলের দাম বাড়াতে সরবরাহে কারসাজি?
ভোজ্যতেলের দাম বাড়াতে সরবরাহে কারসাজি?
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার, পুলিশে সোপর্দ
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার, পুলিশে সোপর্দ
স্বর্ণের দামে রেকর্ড,  ১ লাখ ৫৯ হাজার টাকা ভরি
স্বর্ণের দামে রেকর্ড,  ১ লাখ ৫৯ হাজার টাকা ভরি
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত