X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ঢাকায় বিশ্বকাপ ট্রফি দেখতে যা করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ২১:১৯আপডেট : ০১ জুন ২০২২, ২১:২৩

২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি ৫১ দেশে পরিভ্রমণ করছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। আগামী ৮ জুন ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আসছে খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি ৬.১৪২ কেজি ওজনের এই ট্রফিটি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে ট্রফিটি পরের দিন আর্মি স্টেডিয়ামে প্রদর্শনের জন্য রাখা হবে। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই পুরস্কারটি সামনাসামনি দেখার সুযোগ পাবেন বাংলাদেশি ভক্তরা। তবে এজন্য কিছু শর্ত পূরণ করতে হবে।

বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল স্পন্সর কোকাকোলা। তাদের সৌজন্যে এবারও ট্রফিটি বাংলাদেশে আসছে। ট্রফি ট্যুরের অংশ হিসেবে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। আর্মি স্টেডিয়ামে হতে যাওয়া এই কনসার্টের সময় ভোক্তা ও ভক্তরা অরিজিনাল ট্রফিটি দেখার সুযোগ পাবেন।

কনসার্টে অংশ নেওয়ার জন্য স্পেশাল বোতলের লেবেলের নিচে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য এবং বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য ভোক্তাদের ৪০০, ৫০০ ও ৬০০ মি.লি.-এর তিনটি ভিন্ন বোতল থেকে প্রাপ্ত তিনটি ইউনিক কোড অথবা ১ লিটার ও ১.২৫ লিটারের দুটি ভিন্ন বোতল থেকে প্রাপ্ত দুটি ইউনিক কোড দিতে হবে।

কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেছেন, ‘এ বছর ৫১টি দেশে অরিজিনাল ফিফা বিশ্বকাপ ট্রফিটি নিয়ে আসছি আমরা। বাংলাদেশের মতো একটি ফুটবলপ্রিয় দেশে মূল বিশ্বকাপের আগেই অরিজিনাল ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের আয়োজন করতে পারাটা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়।’

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেছেন, ‘ক্রীড়া জগতের সুপরিচিত প্রতীকগুলোর একটি হলো ফিফা বিশ্বকাপ। এই ট্রফি ট্যুর আমাদের সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের কথা তুলে ধরার একটি সুযোগ করে দিচ্ছে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ট্রফি ট্যুরের আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ফিফা বিশ্বকাপ একটি আবেগের জায়গা। বাংলাদেশে ট্রফি ট্যুরের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সবার কাছ থেকে আমরা দারুণ ইতিবাচক সাড়া পেয়েছিলাম। নিঃসন্দেহে এবার এই সাড়ার মাত্রা আরও বহুগুণে বৃদ্ধি পাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা
যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার
যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি
আবার ইনজুরিতে নেইমার 
আবার ইনজুরিতে নেইমার 
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম