X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নতুন মৌসুমে বিদেশিদের চায় না ক্লাবগুলো!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

বিদেশি ফুটবলারদের এই উৎসব নাও দেখা যেতে পারে নতুন মৌসুমে দেশের ঘরোয়া ফুটবলে কলিনদ্রেস-বার্কোসের মতো উঁচু মানের বিদেশি খেলোয়াড়ের ঝলক দেখা গেছে। এছাড়া সানডে-বেলফোর্ট-দিয়াবাতের মতো অন্য বিদেশিদের পারফরম্যান্সও খারাপ ছিল না। কিন্তু আসছে নতুন মৌসুমে বিদেশি খেলোয়াড়দের নাও দেখা যেতে পারে! বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে অনেক ক্লাবই বিদেশি ফুটবলার চাইছে না। নতুন মৌসুমে শুধুমাত্র স্থানীয়দের নিয়েই খেলতে চায় তারা। আজ (মঙ্গলবার) বাফুফের লিগ কমিটির সভায় এমন প্রস্তাবনা দিয়েছে অধিকাংশ ক্লাব।

নানান কারণে এবার বিদেশি খেলোয়াড় না খেলানোর পক্ষে ক্লাবগুলো। অর্থনৈতিক সমস্যা তো আছেই, এছাড়া কোভিডের কারণে খেলোয়াড়দের ঠিকভাবে ঢাকায় আনাটাও ঝামেলা মনে করছে অনেক ক্লাব।

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক ক্লাবই চায় না বিদেশি খেলোয়াড় আসুক। এমনিতেই অনেকে গতবার খেলে যাওয়া বিদেশি খেলোয়াড়দের ঠিকমতো বিদায় করতে পারেনি। ফ্লাইট জটিলতা তো আছেই। অর্থনৈতিক সমস্যাও বড় কারণ। সামনের দিকে কোভিড পরিস্থিতি কী হয়, সেটাও দেখার আছে। তাই অনেক ক্লাব বিদেশি ছাড়া লিগ খেলার প্রস্তাব দিয়েছে।’

তবে বিদেশি ছাড়া কিংবা নিয়ে, যাইহোক না কেন, ‍আবহনীর খেলতে কোনও আপত্তি নেই। রুপুর বক্তব্য, ‘লিগ কমিটি যে সিদ্ধান্ত দেবে আমরা তাতে রাজি আছি। বিদেশি ছাড়া খেলতে কোনও সমস্যা নেই। আবার বিদেশি খেলোয়াড় নিয়েও আমরা মাঠে নামতে রাজি আছি। তবে সব ক্লাবের জন্য যা ভালো হবে সেটা হলেই ভালো হয়। সবার সমন্বয়ে আমরা ফুটবল মাঠে ফেরাতে চাই। এছাড়া সামনের দিকে কোভিড পরিস্থিতি কেমন হয় তা তো আমরা জানি না।’

সবশেষ লিগে পাঁচজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন হয়েছিল। একাদশে খেলেছেন চারজন। এর মধ্যে একজনকে খেলতে হয়েছে এশিয়ান কোটায়।

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজ আগেই বলে রেখেছেন, ‘আমরা বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলতে চাই। বিদেশি খেলোয়াড় যত কম হবে ততই আমাদের জন্য ভালো।’

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার আরিফুল ইসলাম অবশ্য পুরোপুরি ‘বিদেশি মুক্ত’ লিগ চাইছেন না, ‘পুরোপুরি বিদেশি মুক্ত হলে কীভাবে লিগ হবে। আমি মনে করি বিদেশি খেলোয়াড় কিছুটা কমানো হোক।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত