X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৬আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে শিরোপা খরা কাটাতে পারলো না মোহামেডান। ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ ঢাকা লিগের শিরোপা জেতা দলটি ১৫ বছর পর ফাইনালে উঠেছিল। কিন্তু আবাহনীর কাছে বিধ্বস্ত হয়ে শিরোপা জেতার স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে তাদের। মঙ্গলবার মোহামেডানের দেওয়া ২৪১ রানের লক্ষ্যটা মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুনের দারুণ ব্যাটিংয়ে ৪০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তাড়া করেছে আবাহনী। ৬ উইকেটের এই জয়ে তৃতীয়বার হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে আকাশী-নীল জার্সিধারীরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে সেই অর্থে তেমন উত্তেজনা ছিল না। বেশ কিছু দর্শক মাঠে এসেছিলেন খেলা দেখতে। তবে মাঠের লড়াইটা হয়েছে পুরোপুরি একপেশে। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় মোহামেডান ২৪১ রানের বেশি করতে পারেনি। জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই আবাহনীর ওপেনার শাহরিয়ার কমলকে (১) ফেরায় মোহামেডান। এরপর পারভেজ হোসেন ইমন ও জিসান আলম মিলে গড়েন ৫৬ রানের জুটি। পারভেজ ২৮ রানে আউট হওয়ার পর মেহরবা হোসেন (১০) দ্রুত ফেরেন। জিসান অবশ্য ৫৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন। তাতে ১০৪ রানে চার উইকেট হারানোর পর মোসাদ্দেক হোসেন ও মিঠুন মিলে অবিচ্ছিন্ন ১৩৫ রানের জুটি গড়ে আবাহনীর জয় নিশ্চিত করেন।

মিঠুন ৬৯ বলে ৬৬ এবং মোসাদ্দেক ৬৫ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন। তাদের ব্যাটিংয়ে ৪১তম ওভারের চতুর্থ বলে নাসুম আহমেদকে মিডউইকেট দিয়ে চার মেরে আবাহনীকে হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে যান মোসাদ্দেক। বল বাউন্ডারি লাইনে যেতেই আবাহনীর ড্রেসিংরুম থেকে দৌঁড়ে উইকেটে চলে আসেন বাকি ক্রিকেটাররা। স্মারক হিসেবে সংরক্ষণ করতে যে যার মতো স্ট্যাম্প তুলে নেন। আবাহনী যখন জয়ের আনন্দে মাতোয়ারা, মোহামেডান তখন মাথা নিচু করে মাঠ ছাড়তে ব্যস্ত। ঠিক তখনই উত্তেজনা ছড়ায় মাঠে। মোহামেডানের গ্যালারিতে থাকা বেশ কিছু দর্শক ক্রিকেটারদের উদ্দেশ্যে গালিগালাজ করেন। তাতে ক্ষিপ্ত হয়ে উঠেন মাহমুদউল্লাহ। দেয়াল টপকে মাহমুদউল্লাহ গ্র্যান্ডস্ট্যান্ডে ওঠে ভক্তের সঙ্গে দ্বন্দ্বে জড়ান! 

এদিকে উত্তেজনা ছাপিয়ে আলোচনায় আবাহনীর ২৪তম শিরোপা। এর আগে আরও দুইবার হ্যাটট্রিক শিরোপা জিতেছিল তারা। এবার নিয়ে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেছে। ২০০৬, ২০০৭, ২০০৮ মৌসুমে আবাহনী প্রথমবার হ্যাটট্রিক করেছিল। দ্বিতীয় হ্যাটট্রিক আসে ২০১৮, ২০১৯, ২০২০ মৌসুমে। এবার এসেছে তৃতীয় হ্যাটট্রিক। ২০২২-২৩ সালে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং ২০২৩-২৪ সালে শেখজামালকে হারিয়ে শিরোপা জেতা আবাহনী এবার মোহামেডানকে হারিয়েছে। সবমিলিয়ে এটি তাদের ২৪তম শিরোপা। বিপরীতে মোহামেডানের শিরোপা ৯টি। তবে ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর কোনও শিরোপা জেতেনি মোহামেডান। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে শিরোপা জিতেছে তারা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আবাহনী। দুই ওপেনার রনি তালুকদার ও তৌফিক খান তুষার মিলে সাবধানী শুরু করেছিলেন। তাদের ৫০ রানের জুটির পর কিছুটা ছন্দ হারায় মোহামেডান। তৌফিক ১৬ রানে আউট হলে দারুণ খেলতে থাকা রনিও সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে খেলেন ৪৭ বলে ৪৬ রানের ইনিংস। এরপর আনিসুল ইসলাম ১৫ ও ফরহাদ হোসেন ৪২ রান করে আউট হন। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও আরিফুল ইসলাম মিলে গড়েন ১০০ রানে গুরুত্বপূর্ণ জুটি। 

এই জুটির পর মনে হচ্ছিল, মোহামেডানের স্কোরটা দেড়শ ছাড়িয়ে যাবে। যদিও শেষ অব্দি ঐতিহ্যবাহী ক্লাবটির ইনিংস থামে ৭ উইকেটে ২৪০ রানে। আরিফুল ও মাহমুদউল্লাহ দু’জনই খেলেন ৫০ রানের ইনিংস। শেষ দুই ওভারে মোহামেডানের ব্যাটাররা ১২ রানের বেশি করতে পারেনি। সাইফউদ্দিন ও নাসুম আহমেদ ব্যর্থ হন স্লগ ওভারে রান তুলতে।

আবাহনীর বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোসাদ্দেক হোসেন সৈকত দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া রিপন মন্ডল, মেহরাব হোসেন ও মাহফিজুর রহমান রাব্বি প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
‘১৫ মিনিটের ফাইনালে’ টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা
হ্যাটট্রিক শিরোপা জিততে আবাহনীর চাই ২৪১ 
ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে গুলশানকে হারালো অগ্রণী ব্যাংক
সর্বশেষ খবর
প্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানপ্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি
‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন