২০২৮ সাল থেকে আইপিএলে ম্যাচ বাড়িয়ে ৯৪টি করার কথা বিবেচনা করছে বিসিসিআই। তবে অদূর ভবিষ্যতে নতুন কোনও ফ্র্যাঞ্চাইজিকে যুক্ত করার পরিকল্পনা নেই।
২০২৫ আইপিএলেই ৮৪টি ম্যাচে আইপিএল আয়োজনের বিষয়ে চিন্তাভাবনা ছিল। কিন্তু টানা সূচি, ব্রডকাস্টারদের নানাবিধ নিয়ম ও অনুরোধের কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আগামী ২০২৮ আইপিএলে ম্যাচ বাড়ানোর কথা ভাবছে।
২০২২ সাল থেকে আইপিএল হচ্ছে ১০ দলের। সেখানে প্লে অফ ও ফাইনাল সব মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হয়ে আসছে। আগামী দুটি আসরেও মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত আইপিএল উইন্ডো রয়েছে।
এই বিষয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমাল ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘আইপিএল কমিটির পক্ষে এই নিয়ে আইসিসির সঙ্গে কথাও বলা হচ্ছে প্রতিনিয়ত। বিসিসিআইও আলোচনা করেছে। টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দর্শকদের আগ্রহ এখন বেড়েছে প্রতিনিয়ত। তার জন্যই আইপিএলের ম্যাচের সংখ্যা বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে বিসিসিআই।’
আইপিএল চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা চাইছি যে প্রতিটি দলই প্রত্যেক দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলুক। এখন আইপিএলে মোট ১০টি দল খেলে। সেক্ষেত্রে দলের সংখ্যা আমরা কিছু বাড়াচ্ছি না এই মুহূর্তে। কিন্তু যদি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয়। তবে মোট ৯৪টি ম্যাচ খেলা হবে।’