এএইচএফ কাপে আগেই সেমিফাইনালে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হয়েছে। প্রথমবার এশিয়া কাপে খেলার সুযোগও হারাতে হয়েছে তাতে। রবিবার ছিল জাকার্তায় স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে বাংলাদেশ ৩-০ গোলে কাজাখস্তানকে হারিয়ে তৃতীয় হয়েছে। এর আগে গ্রুপ পর্বে এই দলের বিপক্ষে ৫-১ গোলে জয় এসেছিল।
দুপুরে ম্যাচের ৩মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। আরশাদ হোসেনের গোলে এগিয়ে যায় লাল সবুজ দল। পরের গোলটি আসতে বেশ সময় লেগেছে।
৩৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুন করেন। ৪৭ মিনিটে রাকিবুল ইসলাম তৃতীয় গোল করে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন। তার পরও লজ্জার এক টুর্নামেন্ট শেষে দেশে ফিরতে হচ্ছে মামুনুর রশীদের দলকে।