পাকিস্তান সুপার লিগের সম্প্রচার স্বত্ব পেয়েছিল ভারতীয় ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম ফ্যানকোড ও সনি স্পোর্টস। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর ভারতে এই প্রতিযোগিতার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। অফিসিয়াল ডিজিটাল পার্টনার ফ্যানকোড শুধু সম্প্রচারই বন্ধ করেনি, তাদের অ্যাপ ও ওয়েবসাইট থেকে লিগের পুরো পর্বই মুছে ফেলেছে।
পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা ২৬ ভারতীয় পর্যটককে হত্যা করার পরের দিন ২৩ এপ্রিল মুলতান সুলতান্স ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচটি সম্প্রচার করেনি ফ্যানকোড। পরে পিএসএলের যাবতীয় কন্টেন্ট পুরোপুরি সরিয়ে ফেলে তারা।
পিএসএলের সম্প্রচার স্বত্ব পাওয়া ভারতীয় টেলিভিশন সনি স্পোর্টসও একই পথ অনুসরণ করে। সকল নির্ধারিত অনুষ্ঠান ও সংশ্লিষ্ট স্টুডিও শো সম্প্রচার থেকে সরে আসে।
এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও দেয়নি ফ্যানকোড কিংবা সনি স্পোর্টস। এমনকি আবারও তারা সম্প্রচার করবে কি না কিংবা কখন করবে, তাও জানায়নি।
সন্ত্রাসী হামলার ঘটনায় শোকে কাতর ভারত এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্কের অবসান ঘটাতে নানা পদক্ষেপ নিয়েছে।