আম্পায়ারদের সঙ্গে অসদাচরণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডানের তাওহীদ হৃদয়। কিন্তু লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ না পেলেও অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে খেলতে দেখা যায় তাকে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাওহীদকে ম্যাচ খেলানোর কারণে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে মিরপুরে। এনামুল হক মনির টেকনিক্যাল কমিটির আহ্বায়কের পদ ছাড়াসহ ম্যাচ রেফারিদের মধ্যে তর্কাতর্কির ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর অবশেষে নিয়ম অনুযায়ী শাস্তি পাচ্ছেন তাওহীদ। আগে এক ম্যাচ নিষিদ্ধ হওয়া তাওহীদ আগামী শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন। টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ এপ্রিল আবাহনী লিমিটেডের বিপক্ষে আম্পায়ারের একটি সিদ্ধান্তে নাখোশ হয়ে খেলা বন্ধ করে আগ্রাসী মেজাজ দেখান মোহামেডান অধিনায়ক হৃদয়। এর জেরে ম্যাচ শেষে তাকে জরিমানাসহ এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। জরিমানা মওকুফ করে চার ডিমেরিটের পাশাপাশি এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। পরে গণমাধ্যমের সামনে এসেও আম্পায়ারদের সমালোচনা করেন হৃদয়। তাতে পরদিন তার শাস্তি বাড়িয়ে আরও এক ম্যাচ নিষিদ্ধ করার কথা জানানো হয়, সঙ্গে জরিমানা করা হয় ৮০ হাজার টাকা। এই নিষেধাজ্ঞার ফলে হৃদয়কে সুপার লিগে প্রথম দুটি ম্যাচে বাইরে থাকতে হতো। কিন্তু সেটা অনুসরণ করা হয়নি।
নাজমুল আবেদীন ফাহিমও মনে করেন তাওহীদ হৃদয়কে খেলানোর ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম মেনে সবকিছু হয়নি, ‘আমরা মনে করি, তাওহীদ হৃদয়ের শাস্তি মওকুফের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কিছুটা প্রক্রিয়ার বাইরে চলে গিয়েছিলাম। খেলার অভ্যন্তরীণ বাইলজ সংশোধন করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অথচ এই কমিটির এখতিয়ার সে সিদ্ধান্ত নেওয়ার নয়। আমাদের উচিত ছিল আগের বাইলজ ও প্রক্রিয়া অনুসরণ করা।’
ভুল হলেও বিসিবি এই মুহূর্তে আগের সিদ্ধান্তেই ফিরে যাচ্ছে। যদিও মাঝে এক ম্যাচ খেলা হয়ে গেছে। তবে আগামী শনিবার পরের ম্যাচে তাওহীদকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানালেন ফাহিম, ‘পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী হৃদয়ের দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এক ম্যাচের শাস্তি শেষে তাকে দুই ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়। এখন সেই অনুমতির সিদ্ধান্ত আমরা বদলাতে পারি না এবং সেটিকে বৈধ বলেই ধরে নিচ্ছি।’
নতুন নিয়ম প্রকাশ করে তাওহীদের শাস্তি কমানো হলেও পুরনো নিয়মই বলবৎ থাকবে বলে জানালেন বিসিবির এই পরিচালক এবং টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক, ‘যেহেতু সাম্প্রতিকভাবে আমরা যে বাইলজ পরিবর্তন করেছিলাম, সেটি আমাদের এখতিয়ার বহির্ভূত ছিল—তাই সেটিকে অকার্যকর ঘোষণা করতে হচ্ছে। আগের যেই নিয়ম চালু ছিল, সেটিই আবার বলবৎ করা হবে। সেই ধারাবাহিকতায় পরবর্তী ম্যাচে তাওহীদ হৃদয় খেলতে পারবেন না।’