X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

হায়দরাবাদকে হারিয়ে টানা চার জয়ে তিনে মুম্বাই

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ২৩:৩০আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২৩:৪১

মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়িয়েছে। প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জিতে টেবিলের তলানিতে ছিল তারা। সেই দলটিই কি না টানা চার ম্যাচ জিতে তিন নম্বরে উঠে গেলো! সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে সেরা চারে জায়গা করে নিলো মুম্বাই।

গত সপ্তাহে ওয়াংখেড়েতে স্লো পিচে মুম্বাইয়ের কাছে ভুগেছিল হায়দরাবাদ। বুধবার নিজেদের মাঠ রাজিব গান্ধী স্টেডিয়ামেও পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে একই দশা। আইনরিখ ক্লাসেন প্রতিরোধ না গড়লে ১৪৩ রানের সম্মানজনক স্কোরও হতো না!

আগে ব্যাটিংয়ে নেমে নতুন বল হাতে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের তোপের মুখে পড়ে হায়দরাবাদ। দুজনেই টানা দুটি ওভারে দুটি করে উইকেট নিয়ে কাঁপিয়ে দেন স্বাগতিকদের ব্যাটিং লাইন। ৩৫ রানে ৫ উইকেট হারায় তারা।

দলীয় সংগ্রহ দুই অঙ্কের ঘর পার হয় কি না সেই শঙ্কা ছিল। তবে ইম্প্যাক্ট খেলোয়াড় অভিনব মনোহর ও ক্লাসেনের ৬৩ বলে ৯৯ রানের জুটিতে মান বাঁচায়।

পাওয়ার প্লেতে চলতি আইপিএলের সর্বনিম্ন রান করে হায়দরাবাদ। প্রথম ৬ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৪ রান। পাওয়ার প্লের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে আলোচনায় এসেছে ইশান কিষাণের উইকেট। লেগ সাইডে আসা চাহারের বলে আউট হন তিনি। আউট ঠিক বলা যাবে না, আত্মাহুতি দিয়েছেন। 

মুম্বাই তার বিরুদ্ধে আউটের আপিল সেভাবে না করলে নিজে থেকে কট বিহাইন্ড হয়েছে ভেবে সাজঘরের পথে হাঁটা ধরেন ইশান। আম্পায়ার প্রথমে ওয়াইড দিলেও তার চলে যাওয়া দেখে আঙুল তুলে দেন। পরে রিপ্লেতে দেখা গেছে, বল তার ব্যাটে স্পাইক করেনি!

শেষ দিকে অভিনবের আউটও ছিল অদ্ভুত। ইনিংসের শেষ ওভারে বোল্ট জোড়া আঘাত করেন। নিউজিল্যান্ড পেসারের বল মারতে গিয়ে ক্রিজের ভেতরে ঢুকে যান, ব্যাট লাগে স্টাম্পে। হিট উইকেট হন অভিনব। তার আগে ৩৭ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

ক্লাসেন ৪৪ বলে ৯ চার ও ২ ছয়ে ৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। 

হায়দরাবাদের ৮ উইকেটের চারটি নিয়েছেন বোল্ট। চার ওভারে ২৬ রান দেন তিনি। প্রথম স্পেলেই চার ওভার বল করে ১২ রান দিয়ে ২ উইকেট পান চাহার।

লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারে ১৩ রানে ওপেনিং জুটি ভাঙলেও ইম্প্যাক্ট প্লেয়ার রোহিত শর্মা দারুণ ছাপ রাখেন। টানা দ্বিতীয় ম্যাচে ৭০ এর ঘরে রান করেছেন তিনি। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭৬ রান করেন এই ওপেনার। এবার ৪৬ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭০ রান করেন। লক্ষ্য থেকে ১৪ রান দূরে থাকতে আউট হন সাবেক অধিনায়ক। 

তার আগে রোহিত উইল জ্যাকসকে নিয়ে ৬৪ ও সূর্যকুমার যাদবের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন।

সূর্যকুমার ১৯ বলে ৫ চার ও ২ ছয়ে ৪০ রানে অপরাজিত ছিলেন। ২২ রান করেন জ্যাকস।

১৫.৪ ওভারে ৩ উইকেটে ১৪৬ রান করে মুম্বাই।

৯ ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট মুম্বাইয়ের। হায়দরাবাদ ৮ ম্যাচে ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
মুকেশের দুর্দান্ত বোলিংয়ের পর অভিষেক-রাহুলের ফিফটিতে দিল্লির জয়
গিল-সুদর্শনের ফিফটিতে কলকাতাকে সহজে হারালো গুজরাট
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৫)
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’