এনামুল হক বিজয়ের কাছে সেঞ্চুরি যেন ছেলেখেলা হয়ে গেছে। আগের ম্যাচে বাংলাদেশের হয়ে স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরি’ পূর্ণ করেছিলেন তিনি। বুধবার আবাহনীর বিপক্ষে ম্যাচেও পেলেন সেঞ্চুরির দেখা। যদিও তা বিফলে গেছে। আগে ব্যাটিং করে আবাহনী ২৪৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বিজয় সেঞ্চুরি করলেও গাজী গ্রুপের ইনিংস থামে ২৩৯ রানে। তাতেই ১০ রানের জয় পায় আবাহনী।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় আবাহনী। ৪৮.২ ওভারে ২৫০ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে খেলতে নেমে আবাহনীর বোলিং তোপে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুধু মাত্র বিজয় ও ওয়াসি সিদ্দিকী প্রতিরোধ গড়তে পেরেছেন। ব্যটারাদের ব্যর্থতার পরও জয়ের পথেই ছিল গাজী। কিন্তু ৪৭তম ওভারে বিজয় বিদায় নিতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৩৯ রানে অলআউট হয় দলটি।
বিজয় ১১৩ বলে ৯ চারে ১০৮ রানের ইনিংস খেলেন। ওয়াসির ব্যাট থেকে আসে ৩৮ রান।
আবাহনীর বোলারদের মধ্যে মৃ্ত্যুঞ্জয় চৌধুরী তিনটি এবং রিপন মন্ডল ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শাহরিয়ার কমলের ৯৬ রান এবং পারভেজ হোসেন ইমন ও মেহরাব হোসেনের সমান ৪৫ রানে আবাহনী ২৪৯ রানের সংগ্রহ দাঁড় করায়।
গাজীর বোলারদের মধ্যে লেগ স্পিনার ওয়াসি ৪০ রানে শিকার করেন চারটি উইকেট। এছাড়া শেখ পারভেজ জীবন নেন তিনটি উইকেট।