X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

১৫৩ রান করে রূপগঞ্জকে জেতালেন সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ১৯:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৯:০৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১০৩ রানের বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাটিং করে তারা ৩৩৩ রান করে। এই বড় সংগ্রহে ১৫৩ রান করে জয়ের নায়ক সৌম্য সরকার। ৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ২৩০ রানে আউট হয়। তাতেই বড় জয় পায় রূপগঞ্জ।

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রূপগঞ্জ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে ৮১ রানের জুটি গড়েন। ৩৩ বলে ৪৩ রান করে জুনিয়র তামিম আউট হন। স্কোরবোর্ডে আরও ১৪ রান যোগ হওয়ার পর সাইফও (৪৩) ফেরেন সাজঘরে। তৃতীয় উইকেটে মেহেদী মারুফকে নিয়ে সৌম্য গড়েন ৭৭ রানের জুটি। মারুফ ৪৯ বলে ২৪ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। 

এরপর আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ১৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সৌম্য রূপগঞ্জের স্কোরকে নিয়ে যান ৩৩৩ রানে। আফিফ ৪৫ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে চলমান ঢাকা লিগের প্রথম সেঞ্চুরি তুলে নেন সৌম্য, খেলেন দেড়শ ছাড়ানো ইনিংস। ১১২ বলে ১৭ চার  ও ৬ ছক্কায় তার ইনিংস সাজানো ছিল।

অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে শুভাগত হোম, আরিফ আহমেদ ও জাহিদ জাবেদ একটি করে উইকেট নিয়েছেন।

৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জের বোলারদের রোষানলে পড়েন অগ্রণী ব্যাংকের ব্যাটাররা। মার্শাল আইয়ুব ছাড়া অগ্রণী ব্যাংকের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। আইয়ুব খেলেন সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। এছাড়া শুভগত হোমের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। ব্যাটারদের ব্যর্থতায় অগ্রণী ব্যাংক ৪৩.১ ওভারে ২৩০ রানে অলআউট হয়।

রূপগঞ্জের বোলারদের মধ্যে সাইফ হাসান সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন। স্বাধীন ইসলাম, টিপু সুলতান ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
হৃদয়-মাহমুদউল্লাহর ব্যাটে মোহামেডানের জয়
আবাহনীর জয়ে বিফলে বিজয়ের সেঞ্চুরি
দুই ম্যাচ হেরে শাইনপুকুরের প্রথম বিভাগে অবনমন
সর্বশেষ খবর
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
হেফাজত নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আশ্বাস আসিফ নজরুলের
হেফাজত নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আশ্বাস আসিফ নজরুলের
রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দাবি
রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দাবি
রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ: সাক্ষ্যগ্রহণে আটকে আছে বিচার
রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ: সাক্ষ্যগ্রহণে আটকে আছে বিচার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’