নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদা আক্তার, রিতু মনি ও শারমিন আক্তার সুপ্তা। সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার। বোলারদের মধ্যে এখন ১০ নম্বরে আছেন তিনি, নিজের সেরা অবস্থান থেকে ৩ ধাপ দূরে আছেন এই স্পিনার। ব্যাটিং বিভাগেও উন্নতি করেছেন শারমিন আক্তার ও রিতু মনি।
গত শনিবার শেষ হওয়া বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ৪ উইকেট নেন নাহিদা। পরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে একটি করে উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার। এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দশ নম্বরে পৌঁছেছেন তিনি। এছাড়া বাকি বোলারদের মধ্যে রাবেয়া খান এক ধাপ এগিয়ে ২২তম স্থানে আছেন। এর বাইরে ক্যারিয়ার সেরা ৪৯ নম্বর অবস্থান পেয়েছেন পেসার মারুফা আক্তার।
এদিকে, ব্যাটাদের মধ্যে বড় লাফ দিয়েছেন রিতু মনি। ১৫ ধাপ উন্নতি করা রিতুর বর্তমান অবস্থান ৭৩তম। এছাড়া ব্যাট হাতে আলো ছড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে জায়গা করে নেওয়া শারমিনের র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২১তম স্থানে শারমিন। দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা অবস্থান করছেন ১৯তম স্থানে।