প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ১৪৪/৩ (শান্ত ৩৬*, মুশফিক ১*; সাদমান ৪, জয় ৩৩, মুমিনুল ৪৭); বাংলাদেশের লিড ৬২ রান।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৮০.২ ওভারে ২৭৩/১০ ( এনগারাভা ২৮*; কারান ১৮, বেনেট ৫৭, ওয়েলচ ২, আরভিন ৮, মাধেভেরে ২৪, উইলিয়ামস ৫৯, মায়াভো ৩৫, মাসাকাদজা ৬, মুজারাবানি ১৭)। লিড ৮২
বাংলাদেশ প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১/১০ (খালেদ ০*; সাদমান ১২, জয় ১৪, শান্ত ৪০, মুশফিক ৪, মুমিনুল ৫৬, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, জাকের ২৮, নাহিদ ০)
মাহমুদুল হাসান জয় ফেরার পর প্রান্ত আগলে খেলছিলেন মুমিনুল। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েন প্রতিরোধ। সম্ভাবনাময় ব্যাটিংয়ে হাফসেঞ্চুরির কাছেই ছিলেন তিনি। দুর্ভাগ্য ৪৭ রানে ব্যাট করতে থাকার সময় নিয়াউচির ব্যাক অব লেংথ ডেলিভারিতে বল তার ব্যাট স্পর্শ করে চলে যায় জিম্বাবুয়ে উইকেটরক্ষক মায়াভোর গ্লাভসে। তাতে ভেঙেছে ৬৫ রানের জুটি।
জয়কে ফেরানোর পর লিড নিয়েছে বাংলাদেশ
সাদমান ১৩ রানে আউটের পর ভালো প্রতিরোধ গড়েছিলেন জয়-মুমিনুল। দ্বিতীয় উইকেটে ৬০ রান যোগ করেন তারা। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিন অবশ্য বেশিক্ষণ টেকেনি তাদের প্রতিরোধ। সেই জুটি ভেঙেছেন ব্লেসিং মুজারাবানি।
গতকাল জীবন পাওয়া মাহমুদুল হাসান জয় ইনিংস বেশি লম্বা করতে পারেননি। তাকে শর্ট বলের ফাঁদে ফেলে প্রথম স্লিপে ক্যাচ বানিয়েছেন মুজারাবানি। জয় আউট হয়েছেন ৩৩ রানে। তার আউটের পর দ্রুত গতিতে রান তুলে লিড নিতে ভূমিকা রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
খেলা শুরু দুপুর ১টায়
বৃষ্টি থামার পর খেলা শুরুর সময় জানানো হয়েছে। এখন শুরু হয়েছে লাঞ্চ বিরতি। বিরতির পর খেলা শুরু হবে দুপুর
১টায়। চায়ের বিরতি নেওয়া হবে বিকাল ৩টা ২০ মিনিটে। তৃতীয় সেশন বিকাল ৩টা ৪০ মিনিটে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সিলেটে থেমেছে বৃষ্টি
সিলেট স্টেডিয়ামে দেড় ঘণ্টা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর থেমেছে বৃষ্টি। কাভারও সরানো হয়েছে। এখন মাঠ শুকানোর কাজ চলছে। প্রথম সেশন বৃষ্টিতে ভেসে গেছে। মাঠ শুকানোর কাজ চলছে।
সিলেটে বৃষ্টি, খেলা শুরু হচ্ছে না যথাসময়ে
প্রথম দু’দিন প্রায় নির্বিঘ্নে খেলা হলেও সিলেটে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন বাগড়া দিয়েছে বৃষ্টি। তাই বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হচ্ছে না যথা সময়ে।
গতকাল রাত থেকেই সিলেটে বৃষ্টি ঝরছে। সকাল থেকে সেটা গুঁড়ি গুঁড়ি।
প্রথমে টস জিতে বাংলাদেশ ব্যাট করে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছে। তার পর ভালো জবাব দিয়েছে সফরকারী দল। জিম্বাবুয়ে ৮২ রানের লিড নিয়ে অলআউট হয়েছে ২৭৩ রানে। তার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালোভাবে জবাব দিচ্ছে। ১ উইকেটে ৫৭ রানে শেষ করেছে দ্বিতীয় দিন। তারা এখনও পিছিয়ে ২৫ রানে। ব্যাট করছেন মাহমুদুল হাসান জয় (২৮*) ও মুমিনুল হক (১৫*)।
সোমবার মূলত মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ করতে দেয়নি বাংলাদেশ। সিলেট টেস্টের দ্বিতীয় দিন এই স্পিনার পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের ২৭৩ রানে গুটিয়ে দিতে অবদান রেখেছেন।
সিলেট টেস্টে এই মুহূর্তে দুই দলই সমান অবস্থানে আছে। তবে তৃতীয় দিন যে দল রাজত্ব করবে, এই টেস্ট তারই হবে- এটি নিশ্চিত করেই বলা যায়। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ জানান তাদের লক্ষ্যের কথা, ‘দ্বিতীয় ইনিংসে আপাতত আমাদের লক্ষ্য লিড নেওয়ার পর ৩৫০-৪০০ রানের সংগ্রহ দাঁড় করানো। যেহেতু হাতে এখনও ৯ উইকেট আছে।’