X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

বিরতির পর জুটি গড়ার চেষ্টায় উইলিয়ামস-মাধেভেরে

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ১০:০৩আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৩:২০

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৪৫ ওভারে ১৫৭/৪ ( উইলিয়ামস ৪২*, মাধেভেরে ১৯*; কারান ১৮, বেনেট ৫৭, ওয়েলচ ২, আরভিন ৮)

বাংলাদেশ প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১/১০ (খালেদ ০*; সাদমান ১২, জয় ১৪, শান্ত ৪০, মুশফিক ৪, মুমিনুল ৫৬, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, জাকের ২৮, নাহিদ ০)

৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে অলআউটের পর গতকাল উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পেয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন সকালে ৬৯ রানের সেই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাহিদ রানা। ফেরান বেন কারানকে (১৮)। দ্রুত সময়ে তার আঘাতে বিদায় নেন দারুণ খেলতে থাকা ব্রায়ান বেনেটও (৫৭)। তার পর ৮৮ রানে হাসান মাহমুদ আঘাত হানলে দ্রুত সময়ে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে দলের ইনিংস মেরামতে অবদান রাখছিলেন শন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভিন। লাঞ্চের আগে অধিনায়ক আরভিনকে ফিরিয়ে সেই প্রতিরোধও ভেঙেছেন রানা।

প্রথম সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান। সফরকারীরা এখনও ৫৮ রানে পিছিয়ে। ব্যাট করছেন উইলিয়ামস (৩৩) ও ওয়েসলি মাধেভেরে (৪)।

দ্বিতীয় দিন সকালের প্রথম সেশন নিজেদের করে নিতে সবচেয়ে বড় অবদান নাহিদ রানার। ৪৬ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। হাসান ৩৬ রানে নিয়েছেন একটি। বাংলাদেশ এই সময়ে ৬৬ রান দিয়ে ২৩.৫ ওভারে ৪ উইকেট নিয়েছে। 

রিভিউ নিয়ে আরভিন-উইলিয়ামসের প্রতিরোধ ভাঙলো বাংলাদেশ

প্রথম ঘণ্টায় দ্রুত তিন উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেছিল বাংলাদেশ। তার পর প্রতিরোধ গড়ে খেলতে থাকে ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস জুটি। লাঞ্চের আগে ৪১ রানের সেই জুটি ভেঙেছে বাংলাদেশ। 

অবশ্য সেই জুটি ভাঙতে রিভিউ নিতে হয়েছে। নাহিদ রানার বাউন্সি ডেলিভারি আরভিনের ব্যাট স্পর্শ করে কিপারের কাছে গেলেও শুরুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। শান্ত তার পর রিভিউ নেওয়াতে মিলেছে সাফল্য। তাতে নাহিদের তৃতীয় শিকারে পরিণত হন ৮ রান করা আরভিন।   

নাহিদের পর হাসানের আঘাতে পড়লো জিম্বাবুয়ের তৃতীয় উইকেট

নাহিদের দ্বিতীয় সাফল্যের পরের ওভারেই আঘাত হানেন আরেক পেসার হাসান মাহমুদ। তাও দুর্দান্ত এক ইনসুইঙ্গারে। নতুন নামা নিক ওয়েলচ (২) তার ভেতরে ঢুকে পড়া বল বুঝতেই পারেননি। বল ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে উপড়ে ফেলে অফ স্টাম্প! তাতে ৬৯ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে ৮৮ রানের মধ্যে দ্রুত হারিয়েছে ৩ উইকেট!   

দ্বিতীয় সাফল্যও এনে দিলেন নাহিদ

গতকাল কোনও উইকেটই নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিন সকালে জিম্বাবুয়েকে বিপদে ফেলেছে বাংলাদেশের পেস আক্রমণ। নাহিদ রানা শুরুর জুটি ভাঙার পর চড়াও হয়ে খেলতে থাকা হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেটকেও সাজঘরে পাঠিয়েয়েছেন। প্রথম উইকেটের মতো দ্বিতীয় উইকেটও নিয়েছেন শর্ট বল ডেলিভারিতে। বাড়তি বাউন্স আর গতির সঙ্গে পেরে উঠেননি জিম্বাবুয়ে ওপেনার। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে জাকের আলীর গ্লাভসে। তাতে ৫৭ রানে ফিরেছেন বেনেট। তার ৬৪ বলের ইনিংসে ছিল ১০টি চার।    

অবশেষে শুরুর জুটি ভাঙলেন নাহিদ

গতকাল থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলছিল জিম্বাবুয়ের ওপেনিং জুটি। সেই জুটি অবশেষে দিনের শুরুতে ভেঙে স্বস্তি ফিরিয়েছেন পেসার নাহিদ রানা। দিনে নিজের দ্বিতীয় ওভারে ওপেনার বেন কারানকে শর্ট বলের ফাঁদে ফেলে সাফল্য পেয়েছেন। তার বাড়তি বাউন্সের বল ঠিকমতো খেলতে পারেননি কারান। বল গ্লাভসে লেগে জমা পড়ে শর্ট লেগে থাকা মুমিনুল হকের হাতে। তাতে ভেঙেছে ৬৯ রানের ওপেনিং ‍জুটি। ফেরার আগে ৫৫ বলে ২ চারে ১৮ রান করেছেন কারান।  

ঘুরে দাঁড়ানোর আশায় দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের

প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৯১ রানের জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সিম অ্যাটাককে পাত্তা না দিয়ে সফলভাবে প্রথম দিন শেষ করেছিল। কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে ৬৭ রান। দ্বিতীয় দিনে তাদের শুরুর জুটি ভাঙার আশায় বাংলাদেশ খেলতে নেমেছে। 

প্রথম দিনে সফরকারীরা দাপট দেখালেও বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এদিন খেলতে নেমেছে। অবশ্য এদিন সকাল থেকেই আকাশ মেঘলা। দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট অবিচ্ছিন্ন থেকে মাঠে নেমেছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
এমন বিপর্যয়ের পরও শুধু ক্রিকেটারদের দোষ দেখছেন না সালাউদ্দিন!
প্রথম দিন বাংলাদেশকে শাসন করলো জিম্বাবুয়ে
‘প্রিয়’ প্রতিপক্ষকে নিয়ে রবিবার শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট মিশন
সর্বশেষ খবর
আসামি গ্রেফতারে পূর্বানুমতির বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি বুধবার
আসামি গ্রেফতারে পূর্বানুমতির বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি বুধবার
রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: শাজাহান খান
রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: শাজাহান খান
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক