X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ২৩:২৭আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২৩:৫৭

শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরি বৃথা গেলো রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের কাছে। দুজনেই ব্যাট হাতে আক্রমণাত্মক থেকে শেষ হাসি হাসলেন। আইপিএলে পাঁচবারের দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে হারালো মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ উইকেটে টানা তৃতীয় জয় পেলো তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ১৫.৪ ওভারে মাত্র এক উইকেটে ১৭৭ রান করে মুম্বাই।

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ও চেন্নাই। চেপুকে চার উইকেটে জিতেছিল চেন্নাই। এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই হারের শোধ তুললো মুম্বাই। পাঁচবারের চেষ্টায় চেন্নাইকে হারালো তারা।

আইপিএল অভিষেকে ১৭ বছর বয়সী ব্যাটার আয়ুশ মাত্রে ঝলক দেখান। ১৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে নেমে ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। চারটি চার ও দুটি ছয়ের মার ছিল তার ব্যাটে।

সূর্যকুমার ফিফটিতে রাঙান তার জয়সূচক ইনিংস

এরপর জাদেজা ও দুবে ৭৯ রানের জুটি গড়ে চেন্নাইয়ের সংগ্রহে বড় অবদান রাখেন। দুজনেই ফিফটি করেন। 

৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন জাদেজা। ৩২ বলে ৫০ রান করেন দুবে। মহেন্দ্র সিং ধোনি ৪ রানে থেমেছেন। 

মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন জসপ্রীত বুমরা।

ফ্লাট উইকেটে চেন্নাইকে পাত্তা দেয়নি মুম্বাই। লক্ষ্যে নেমে ৪০ বলে ৬৩ রানের জুটি গড়ে বিদায় নেন রায়ান রিকেলটন। তারপর রোহিত ও সূর্যের ব্যাটিং তাণ্ডব। ৫৪ বলে ১১৪ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জেতান তারা।

৪৫ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৭৬ রানে অপরাজিত ছিলেন রোহিত। ম্যাচসেরা হয়েছেন তিনি। সূর্য ৩০ বলে ৬ চার ও ৫ ছয়ে ৬৮ রানে অপরাজিত ছিলেন।

২৬ বল ও ৯ উইকেট হাতে রেখে নেট রান রেটে বড় উন্নতি হলো মুম্বাইয়ের। আট ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে গেছে তারা। চেন্নাই সমান খেলে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে।

/এফএইচএম/
সম্পর্কিত
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
আবেশ খানের বোলিংয়ে শেষ ওভারে হারলো রাজস্থান
বাটলার ঝড়ে শীর্ষে গুজরাট
সর্বশেষ খবর
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
ছয় মাসে পাচার হতে যাওয়া ১০ কোটি টাকারও বেশি দেশি-বিদেশি মুদ্রা জব্দ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরছয় মাসে পাচার হতে যাওয়া ১০ কোটি টাকারও বেশি দেশি-বিদেশি মুদ্রা জব্দ
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক