X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

পঁচিশেই সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরি’, বিজয়ের প্রতিজ্ঞা পূরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৯:৩৭আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৯:৩৭

দুই মাস আগে এনামুল হক বিজয় তার ফেসবুকে ডায়েরির একটি পৃষ্ঠার লেখা শেয়ার করেছিলেন। সেখানে লেখা ছিলো, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা।’ লেখাটা লিখেছিলেন ২০১৪ সালে। ১১ বছর আগের সেই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পূরণ করলেন। 

৪৯তম সেঞ্চুরি করার পর আরও চারটি ইনিংস খেলে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আজ রবিবার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরিতে’ রেকর্ড বইয়ে নাম ওঠালেন বিজয়। খেলেছেন ১১০ রানের ইনিংস।

বিজয়ের ৫০ সেঞ্চুরির ২৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে। বাকি ২৬টির মধ্যে ২৩টি লিস্ট ‘এ’ ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে ৩টি। বিজয়ের সেঞ্চুরির ৪৭টিই ঘরোয়া ক্রিকেটে। আন্তর্জাতিক ওয়ানডেতে ৪৯টি ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি আছে এই খুলনার ক্রিকেটারের। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা চলতি বছরের জানুয়ারি থেকেই বিজয়ের দখলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহীর হয়ে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেই রেকর্ডটা গড়েন তিনি। স্বীকৃত ক্রিকেটে যেটি ছিল তার ৪৭তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে নাঈম ইসলামের ৪৬ সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলেন তিনি।

এই মুহূর্তে বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি নাঈমের। তার সেঞ্চুরি সংখ্যা ৪৬টি। স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ইংলিশ কিংবদন্তি জ্যাক হবসের। ২৯ বছরের ক্যারিয়ারে ১৯৯টি সেঞ্চুরি করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৮ সেঞ্চুরি আছে গ্রায়েম হিকের।

রবিবার বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ। ম্যাচটিতে আগে ব্যাটিং করে রূপগঞ্জ ৩৯.২ ওভারে ২২৩ রান করে তারা। সর্বোচ্চ ৬৮ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। ৫২ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। 

সহজ এই লক্ষ্যটা বিজয়ের রেকর্ডের দিনে অনায়াসেই ছুঁয়ে ফেলে গাজী গ্রুপ। তার সেঞ্চুরিতে ৪১ ওভারে ৭ উইকেটে জয় নিশ্চিত করে দল। বিজয় ১০৫ বলে ১০ সেঞ্চুরি ও ১ ছক্কায় ১১০ রানে অপরাজিত থাকেন। দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
গুলশানকে হারিয়ে আরও এগিয়ে গেলো আবাহনী
রনির সেঞ্চুরিতে মোহামেডানের জয়
বিকেএসপির এক মাঠে জিসানের ক্যামিও ইনিংস, অন্যটিতে অভিজ্ঞ নাঈমের বাজিমাত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শিরোপার একেবারে কাছে লিভারপুল
শিরোপার একেবারে কাছে লিভারপুল
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক